বইয়ের দুনিয়া

বখতিয়ার খলজির বাংলা বিজয় থেকে ১২৫৯ সাল পর্যন্ত বাংলার ইতিহাসের একমাত্র নির্ভরযোগ্য উৎস হলো তবকাত-ই-নাসিরী। লেখক নিজে সে সময়ের ঘটনাপ্রবাহের অংশীদার ছিলেন। সরেজমিন তথ্য সংগ্রহ করেছেন বখতিয়ার খলজির বেঁচে থাকা সহযোগীদের কাছ থেকে। সব তথ্য নিয়ে লিখেছেন এই বই। প্রত্যক্ষদর্শীর লেখা বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাসের মূল থেকে অনুবাদ আর সঙ্গে বিশদ অমূল্য ভূমিকা।

তবকাত-ই-নাসিরী

মীনহাজ-ই-সিরাজ

মূল ফারসি থেকে অনুবাদ: আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: অক্টোবর ২০২২

দাম: ১২০০ টাকা।

পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ গিনি বিসাউ হঠাৎ লাইমলাইটে চলে এল। দুনিয়ার মানুষের আড়ালে থাকা দেশটির মাটির নিচে আবিষ্কৃত হয়েছে ইউরেনিয়াম-২৩৫, যা আণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। পরে এই ইউরোনিয়ামের দখল নিতে শুরু হলো লড়াই। ঘটনাচক্রে এর সঙ্গে জড়িয়ে পড়লেন বাংলাদেশের আশরাফ হাসান। শুরু হলো যড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা। এ উপন্যাসের পরতে পরতে আছে একের পর এক ক্লাইম্যাক্স।

কালো সিংহ

বাদল সৈয়দ

প্রকাশক: বাতিঘর, ঢাকা

প্রকাশকাল: অক্টোবর ২০২২

দাম: ৩৮০ টাকা।