বাংলাদেশ তাকিয়ে আছে, মুজিব যদি ফিরে আসে,

তাকিয়ে আছে ভোরের পাখি, ভোরের ফোটা

প্রথম গোলাপ,

তাকিয়ে আছে বর্ষার ভরা নদী;

মুজিব যদি ফিরে আসে, তাকিয়ে আছে সন্ধ্যাতারা

মাঘের কোকিল

তাকিয়ে আছে বাংলাদেশের মুক্ত আকাশ, মুক্তিযুদ্ধের

ইতিহাস,

শহীদ মিনার, প্রভাতফেরি

তাকিয়ে আছে অশ্রুভেজা মায়ের চোখ, ঘাসে জমা

শিশিরবিন্দু,

তাকিয়ে আছে বৈশাখের প্রথম প্রহর, রমনার সবুজ

মাঠ

তাকিয়ে আছে স্তব্ধ লেক, শান্ত দিঘি;

মুজিব যদি ফিরে আসে তাকিয়ে আছে

সোনার বাংলা।