কুদরত-ই-হুদা পেলেন মাইকেল মধুসূদন পদক

কুদরত–ই–হুদা

মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মহাকবি মধুসূদন পদক ২০২৩’ পেলেন প্রাবন্ধিক ও গবেষক কুদরত-ই-হুদা। বাংলা একাডেমি থেকে প্রকাশিত জাতীয়তাবাদী চিন্তার বিকাশ: বাংলাদেশের ষাটের দশকের কবিতা গ্রন্থের জন্য তাঁকে এ বছর পুরস্কারটি দেওয়া হয়েছে। 

মাইকেল মধুসূদন দত্তের জন্মজয়ন্তীতে যশোরের সাগরদাঁড়িতে আয়োজিত মধুমেলায় গত ৩০ জানুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। আর কুদরত-ই-হুদার হাতে পদক তুলে দেন প্রধান অতিথি ও খুলনার বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম। এ সময় তাঁর হাতে এক লাখ টাকার চেকও তুলে দেওয়া হয়।

মধুসূধন মেলা শুরু হয়েছিল ২৫ জানুয়ারি। আর মেলার ষষ্ঠ দিনে আনুষ্ঠানিকভাবে দেওয়া হলো এই সম্মাননা। সম্মাননা পাওয়ার পর কুদরত–ই–হুদা বলেন, ‘এ পুরস্কার পেয়ে আমি অত্যান্ত আনন্দিত। নিশ্চয়ই পুরস্কারটি ভবিষ্যতে আমাকে আরও নিবিড়ভাবে গবেষণায় মগ্ন হতে অনুপ্রাণিত করবে।’

কুদরত-ই-হুদা বর্তমানে মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করছেন।