সৈয়দ নাজমুদ্দীন হাশেম ছিলেন বঙ্গবন্ধুর সমসাময়িক। শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন সময়পর্বে তাঁকে নানাভাবে দেখেছিলেন তিনি—কখনো দূর থেকে, কখনো বা কাছে গিয়ে। তরুণ মুজিবকে যেমন দেখেছেন তিনি, তেমনি একসময় এই নেতার সঙ্গে কারাগারে সহবন্দী ছিলেন লেখক। পরে তিনি যখন মুজিব থেকে বঙ্গবন্ধু হয়ে উঠলেন, সেই সময়ও তাঁকে দেখেছেন নিবিড়ভাবে। সব মিলিয়ে এই বইয়ে আছে বঙ্গবন্ধুর অন্তরঙ্গ এক প্রতিকৃতি।
স্মৃতিপটে বঙ্গবন্ধু: শেখের সমসাময়িক
সৈয়দ নাজমুদ্দীন হাশেম
প্রকাশক: সাহিত্য প্রকাশ, ঢাকা
প্রকাশকাল: জানুয়ারি ২০২০
দাম: ২৫০ টাকা।
পূর্ব বাংলার রাজনীতিতে বিশ শতকের ষাটের দশক এক অগ্নিগর্ভ ও সৃষ্টিমুখর সময়। স্বাধিকারমুখী জাতীয়তাবাদী রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সমান্তরালে হেঁটে গেছে ষাটের কবিতা। চল্লিশের দশক থেকে জাতীয়তাবাদী চেতনা ও কবিতা কীভাবে বিবর্তনের ভেতর দিয়ে ষাটে এসে পড়ল, তার ইতিহাস রয়েছে এই বইয়ের বড় অংশজুড়ে। পাশাপাশি এ সময়ের কবিতার সুর ও স্বরের তারতম্যের স্বরূপ সন্ধান করা হয়েছে এখানে।
জাতীয়তাবাদী চিন্তার বিকাশ: বাংলাদেশের ষাটের দশকের কবিতা
কুদরত–ই–হুদা
প্রকাশক: বাংলা একাডেমি, ঢাকা
প্রকাশকাল: জুন ২০২২
দাম: ৪০০ টাকা।