নোবেলজয়ী সাংবাদিক বললেন, বড় একনায়ক এখন সামাজিক মাধ্যমের কর্তারা

মারিয়া রেসাছবি: সংগৃহীত

‘সামাজিক যোগাযোগমাধ্যমের কর্তারা এখন সবচেয়ে বড় একনায়ক’—ইংল্যান্ডের ওয়েলসের অন্তর্গত পাউস শহরে অনুষ্ঠিত ‘হে সাহিত্য উৎসব’–এর বক্তৃতায় শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা এমন কথা বলেছেন। ২৬ মে বক্তৃতায় মারিয়া রেসা বলেন, ‘আজকের বাস্তবতায় মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের মতো ‘টেক ব্রোস’ হলেন সবচেয়ে বড় স্বৈরশাসক। ২০২১ সালে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য নোবেলজয়ী এই মার্কিন-ফিলিপাইনি সাংবাদিক ফিলিপাইনের তৎকালীন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের প্রশাসনের সময় দায়ের করা অভিযোগের বিরুদ্ধে লড়াই করে বেশ কয়েক বছর কাটিয়েছেন। তিনি বলেন, মার্ক জাকারবার্গের তুলনায় দুতার্তে অনেক ছোট স্বৈরশাসক এবং এখন ইলন মাস্ককেও এ তালিকায় যুক্ত করতে হবে।

বক্তৃতায় নিজের কথার ব্যাখ্যা দিতে গিয়ে মারিয়া রেসার ভাষ্য হলো, ‘সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর আমাদের অনুভূতি পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। ফলে আমাদের আচরণসহ অনেক কিছুতেই তারা এখন আমাদের নিয়ন্ত্রণ করছে। প্রভাবিত করছে বিশ্বকে দেখার ক্ষেত্রে। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনেও তারা প্রভাব রাখছে।’

মানুষের ওপর প্রযুক্তি সংস্থাগুলোর নিয়ন্ত্রণ কমানোর পরামর্শ দিয়ে সবার কাছে রেসার আবেদন, ‘যদি আপনার বাচ্চা থাকে, তবে যথেষ্ট বয়স না হওয়া পর্যন্ত তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে দেবেন না।’

সূত্র: গার্ডিয়ান

গ্রন্থনা: বিপাশা চক্রবর্তী