নির্দয় বৃষ্টি

বব ডিলানের চিত্রকর্ম: ‘লেকসাইড কেবিন’
বব ডিলানের চিত্রকর্ম: ‘লেকসাইড কেবিন’

বলো তো কোথায় ছিলে, ও আমার নয়নের নীল মণি?
প্রিয় ও খোকন সোনাটি আমার, বলো তো কোথায় ছিলে?
কুয়াশায় মোড়া বারো পর্বতপ্রান্তে পা গেছে টলে
আঁকাবাঁকা ছয় রাজপথে আমি হেঁটেছি, দিয়েছি হামা
আর বিষণ্ন ছয় অরণ্যে গিয়েছি গভীরে ঢুকে
মরে যাওয়া বারো মহাসাগরের মুখোমুখি দাঁড়িয়েছি
কবরের মুখগহ্বরে গেছি দশটি হাজার মাইল
আর নির্দয়, এ কী নির্দয়, এ কী নির্দয়, এ কী নির্দয়
এ কী নির্দয় বৃষ্টি আসছে ঝেঁপে।

বলো তো তুমি কী দেখলে, আমার নয়নের নীল মণি?
প্রিয় ও খোকন সোনাটি আমার, বলো কী দেখলে তুমি?
দেখেছি বন্য নেকড়ের দলে ঘেরা নবজাত শিশু
দেখেছি হীরক বিছানো সড়ক একটি পথিকও নেই
দেখেছি গাছের কালো ডাল থেকে খুন ঝরে টপটপ
দেখেছি মানুষে গমগম ঘরে হাতুড়ি রক্তে মাখা
দেখেছি পানিতে সয়লাব এক ধবধবে সাদা মই
দেখেছি দশটি হাজার বক্তা জিবগুলো দোমড়ানো
দেখেছি অস্ত্র আর তলোয়ার হাতে কিশোরেরা ঘোরে
আর নির্দয়, এ কী নির্দয়, এ কী নির্দয়, এ কী নির্দয়
এ কী নির্দয় বৃষ্টি আসছে ঝেঁপে।


বলো তো তুমি কী শুনলে, আমার নয়নের নীল মণি?
প্রিয় ও খোকন সোনাটি আমার, বলো কী শুনলে তুমি?
শুনেছি বজ্র গর্জায় জোরে সতর্কবাণী হয়ে
পৃথিবী ডোবাতে পারত যে ঢেউ তার গর্জনধ্বনি
শুনেছি এক শ ড্রামবাদককে, দাউদাউ জ্বলে হাত
ফিসফিস দশ হাজার লোকের, কান পাতছে না কেউ
একটি মানুষ না খেয়ে মরছে, হাসছে কত না জন
শুনেছি কবির গান, ধুঁকে ধুঁকে মৃত্যু হয়েছে যার
কান্নার ধ্বনি শুনেছি যখন গলিতে কাঁদছে ভাঁড়
আর নির্দয়, এ কী নির্দয়, এ কী নির্দয়, এ কী নির্দয়
এ কী নির্দয় বৃষ্টি আসছে ঝেঁপে।


বলো কার দেখা পেলে, ও আমার নয়নের নীল মণি?
খোকন আমার, বলো তো আমাকে, কার কার দেখা পেলে?
টাট্টুঘোড়ার লাশের পাশেই পড়ে আছে এক শিশু
কালো কুকুরকে হাঁটিয়ে নিচ্ছে শ্বেতাঙ্গ এক লোক
দেখেছি আগুনে একটি তরুণী জ্বলছিল দাউদাউ
একটি বালিকা আমাকে দিয়েছে রংধনু উপহার
দেখতে পেলাম একটি মানুষ আহত প্রেমের ঘায়ে
দেখতে পেলাম আরেক মানুষ আহত ঘৃণার ঘায়ে
আর নির্দয়, এ কী নির্দয়, এ কী নির্দয়, এ কী নির্দয়
এ কী নির্দয় বৃষ্টি আসছে ঝেঁপে।


এখন বলো কী করবে, আমার নয়নের নীল মণি?
খোকন আমার, বলো তো এখন তুমি কী করতে চাও?
বৃষ্টি শুরুর আগেই আমাকে ফিরতে হবে সে পথে
হেঁটে হেঁটে কালো বনের গভীরে আমাকে ফিরতে হবে
যেখানে মানুষ অনেক, তবুও শূন্য তাদের মুঠি
যেখানে তাদের পানিতে ভাসছে হাজার বিষের গুলি
পাহাড়-সানুতে নোংরা কয়েদখানার সামনে ঘর
আর দিনরাত ঘোরে জল্লাদ চোখমুখ তার ঢাকা
যেখানে মনের খোঁজ নেই কোনো, খিদে খুবই কদাকার
কালোই যেখানে অনন্য রং, সংখ্যা বলতে নেই
আমি তো এ কথা বলব, ভাবব আর নেব নিশ্বাসে
পর্বত থেকে ছড়াব যেন তা সবাই দেখতে পায়
মহাসমুদ্রে দাঁড়িয়ে থাকব যতক্ষণ না ডুবি
কিন্তু গাওয়ার আগেই নিজের গান জেনে যাব ঠিকই
আর নির্দয়, এ কী নির্দয়, এ কী নির্দয়, এ কী নির্দয়
এ কী নির্দয় বৃষ্টি আসছে ঝেঁপে।

বব ডিলানের ‘আ হার্ড রেইনস গনা ফল’ গানের ভাষান্তর