শিবরামের সর্বনাশ

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

কিংবদন্তি শিবরাম চক্রবর্তীকে একদিন চলার পথের চায়ের দোকানের পাশে দেখতে পেয়ে যারপরনাই আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন তখনকার নবীন লেখক সমরেশ মজুমদার। শিবরামের দুই হাতে দুটো মিষ্টির হাঁড়ি। হনহন করে সোজা কোথাও যাচ্ছেন। এই অবস্থাতেই প্রথম দেখার আনন্দে সোজা শিবরামের সামনে গিয়ে তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তরুণ সমরেশ। শিবরাম অকস্মাৎ এমন কাণ্ডে কিঞ্চিৎ টলোমল হয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন। আরেকটু হলেই মিষ্টির হাঁড়ি দুটো সোজা মাটিতে পড়ে ধূলিসাৎ হতো। কোনোমতে নিজেকে সামলে বিব্রত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ‘আরে! করছ কী? পড়ে যাবে যে। সর্বনাশ।’ সমরেশ জানালেন, ‘আজ্ঞে, আমি আপনার খুব ভক্ত!’ শিবরামের প্রশ্ন, ‘করোটা কী?’ ‘এখনো চাকরি পাইনি, তবে লেখালেখির চেষ্টা করছি।’ ‘সে তো বুঝেছি। লেখক ছাড়া লেখকের সর্বনাশ আর কে করবে!’ শিবরামের সরস জবাব।

সূত্র: মণীশ চক্রবর্তী সম্পাদিত শিব্রাম বনাম শিবরাম