জেন অস্টিনের দুষ্প্রাপ্য চিঠি

জেন অস্টিন
জেন অস্টিন

বিশ্বসাহিত্যের কালজয়ী লেখক জেন অস্টিনের একটি দুষ্প্রাপ্য চিঠি পাওয়া গেছে। চিঠিটি সংরক্ষণের জন্য সম্প্রতি ক্রাউড ফান্ডিংয়ের আয়োজন করেছিল জেন অস্টিনস হাউস মিউজিয়াম। তাদের এ আয়োজনে সাড়া দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ২৫০ জন সাহিত্যপ্রেমী প্রায় ১০ হাজার পাউন্ড জমা দিয়েছেন। চিঠিটি বর্তমানে সর্বসাধারণের জন্য প্রদর্শিত হচ্ছে চাউটাউন হ্যাম্পশায়ারের জাদুঘরে। প্রদর্শনী চলবে এ বছরের শেষ অবধি।

১৮১৪ সালে নিজের ভাইয়ের মেয়ে অ্যানার কাছে লেখা জেন অস্টিনের ওই চিঠি ছিল মূলত দুই পৃষ্ঠার। তবে পুরো চিঠি পাওয়া যায়নি। পাঁচ খণ্ডে ছিঁড়ে যাওয়া চিঠিটির দুটি খণ্ড অনেক আগেই হারিয়ে গেছে। একটি খণ্ড ব্রিটিশ গ্রন্থাগারে সংরক্ষিত ছিল। আর বাকি অংশ ছিল এক ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহে। প্রথম ৪০ লাইনের ওই চিঠিই বর্তমানে প্রদর্শিত হচ্ছে জেন অস্টিনস হাউস মিউজিয়ামে।

জাদুঘরের পরিচালক ম্যারি গুয়াট বলেন, ‘জেন অস্টিন এই চিঠি যখন লেখেন, তখন তিনি চাউটাউন হ্যাম্পশায়ারে তাঁর ভাইয়ের বাড়িতে থাকতেন। সৌভাগ্যক্রমে সেই বাড়িই এখন জেন অস্টিনস হাউস মিউজিয়াম। চিঠিটি সংরক্ষণ ও প্রদর্শন করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া