'নট দ্য বুকার পুরস্কার' জিতলেন লারা উইলিয়ামস

লারা উইলিয়ামস
লারা উইলিয়ামস

ব্রিটিশ লেখক লারা উইলিয়ামসের উপন্যাস সুপার ক্লাব জিতে নিয়েছে এ বছরের ‘নট দ্য বুকার পুরস্কার’। রোবে আর্নটের লেখা ফ্লেমস, লিয়াম ব্রাউনের স্কিন, ক্যারেন হ্যাভেলিনের প্লিজ রিড দিস লিফলেট কেয়ারফুলি, ড্যানিয়েল জেমসের দ্য আনঅথরাইজড বায়োগ্রাফি অব এজরা মাস এবং অলি স্মিথের স্প্রি—এই বইগুলোর মধ্য থেকে পাঠক ভোট ও বিচারকদের রায়ে সুপার ক্লাব অর্জন করল এই পুরস্কার।

বিচারকদের একজন হিলারি শেফার্ড বইটি সম্পর্কে বলেন, ‘বিচারের প্রয়োজনে বেশ কয়েকটি বই পড়তে হয়েছে। তবে সুপার ক্লাব পড়ার অভিজ্ঞতা অসাধারণ। এত চমৎকার উপন্যাস দীর্ঘদিন পড়িনি। হাস্যরসের আদলে লেখা উপন্যাসটিতে রয়েছে জীবনের গভীর দর্শন।’

লারা উইলিয়ামস ইংল্যান্ডের ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির ক্রিয়েটভ রাইটিংয়ের শিক্ষক। তাঁর লেখা ছোটগল্পের বই আ সেলফি অ্যাজ বিগ অ্যাজ দ্য রিটজ পুশার্ট পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছিল।

সূত্র: গার্ডিয়ান