সারা বছরের সেরা বইয়ের তালিকা প্রকাশ করলেন ওবামা

বারাক ওবামা
বারাক ওবামা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৯ সালজুড়ে নানা ধরনের বই পড়েছেন। সেসব বই থেকে সম্প্রতি নিজের ভালো লাগা ১৯টি বইয়ের তালিকা প্রকাশ করেছেন তিনি। ওবামা টুইটারে লিখেছেন, ‘২০১৯ শেষ হয়ে আসছে। আমার জীবনের যা কিছু ২০১৯ সালকে উজ্জ্বল করেছে, তার একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুরুটা হোক বইয়ের তালিকা দিয়েই।’ তারপর ১৯টি বইয়ের তালিকা দিয়েছেন আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট। সেই তালিকায় রয়েছে গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, আত্মজীবনী এমনকি খেলাধুলাবিষয়ক বই।

ওবামার পড়া বইগুলো হচ্ছে—শুশানা জুবফের দ্য এজ অব সারভ্যালিয়েন্স ক্যাপিটালিজম, উইলিয়াম ডালরিম্পলের দ্য এনার্কি: দ্য রিলেন্টলেস রাইজ অব দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কেসি চেপের ফিউরিয়াস আওয়ার্স, বার্নারডাইন এভারিস্তোর গার্ল, উইমেন, আদার্স, ডেভিড ট্রেউয়ারের দ্য হার্টবিট অফ উনডেড নি, জেনি ওডেলের হাউ টু ডু নাথিং, ভ্যালেরিয়া লুইসেলির লস্ট চিলড্রেন আর্কাইভ, ব্রায়ান ওয়াশিংটনের লট স্টোরিজ, শেলি রুনির নর্মাল পিপল, অ্যাডাম জনসনের দ্য অরফ্যান মাস্টার্স সন, সারা এম ব্রুমের দ্য ইয়োলো হাউস, পেট্রিক র​্যাডেন কিফের সে নাথিং, আলবার্ট উডফক্সের সলিটারি, বেন লার্নারের দ্য টপিকা স্কুল, জিয়া টলেনটিনোর ট্রিক মিরর, সুসান চোইয়ের ট্রাস্ট এক্সারসাইজ, জেস ওয়াল্টারের উই লিভ ইন ওয়াটার, জিম রুনির আ ডিফারেন্ট ওয়ে টু উইন ও আন্দ্রে ইগোদালার দ্য সিক্সথ ম্যান। সূত্র: বিজনেস ইনসাইডার