আজীবন সম্মাননা পেলেন নয়নতারা সায়গল

নয়নতারা সেহগাল
নয়নতারা সেহগাল

বিশ্বনন্দিত ভারতীয় লেখক নয়নতারা সায়গলকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করেছে ‘টাইমস অব ইন্ডিয়া গ্রুপ’। ৮ মার্চ রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ‘টাইমস অব ইন্ডিয়া লেখক পুরস্কার-২০২০’ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। তবে লেখক উপস্থিত থাকতে না পারায় সম্মাননা গ্রহণ করেন তাঁর কন্যা গীতা সায়গল। 

টাইমস অব ইন্ডিয়ার সাহিত্য পরিচালক বিনীতা দাওরা নাঙ্গিয়া বলেন, নয়নতারা সায়গল তাঁর অসামান্য লেখনীর মাধ্যমে ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। টাইমস অব ইন্ডিয়া প্রথমবারের মতো তাঁকে আজীবন সম্মাননা দিতে পেরে গর্ববোধ করছে। 

অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও একটি ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন নয়নতারা সায়গল। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এমন একটি সম্মাননা পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। আমি মনে করি, এই পুরস্কারটি আমাদের সংবিধানের সেই চিঠি এবং চেতনাকে ধরে রেখেছে, যা সমতা বা মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা স্বীকার করে না।’ 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

গ্রন্থনা: মারুফ ইসলাম