ডর নাই

তুই শ্মশান থুইয়া শিতলা খোলায় কী করো?

মা শিতলারে জিগাইতে আইলাম, তুমি তো কলেরা, বসন্তের দেবী—করোনার দেবী ক্যাডায়?
করোনার কোনো দেবী নাই, ঈশ্বর-ভগবান নাই। হ্যায় যারে পায়, তারে খায়।
ল, বেলা অনেক হইছে, আমরা নদীর পাড়ে যাই—সৎকারের অপেক্ষায় মড়া পইড়া রইছে।
মড়া এইভাবে ফালাইয়া রাইখা তামাম লোক যায় কই?
ঘরে যায়। তামাম লোক ঘরবন্দী। আমাগো তো ঘর নাই, তাই ডরও নাই।
হ, ঠিক কইছো, আগে মনে একটা কষ্ট আছিলরে ভোলা, আমগো ক্যান ঘর নাই! এখন তো দেখতাছি ঘর নাই বইলা আমগো কোনো পরও নাই!
হ, আপন–পর ভাবলে কি আর এই মারির কালে তামাম মুর্দারে গোর দিতে পারতাম!

নিয়ম:
১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট‌্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...।

কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন:
[email protected]
[email protected] ]