পুরোনো সংবাদপত্রে মহামারির কথা

>

সেই ছাপাখানার যুগ থেকে মানুষের তথ্য ঘাটতি পূরণ করতে অগ্রগামী ছিলেন সাংবাদিকেরাই। পুরোনো পত্রিকার মহাফেজখানা ঘেঁটে এটুকু উপলব্ধি করা যায়, ছাপাখানা-পরবর্তী পৃথিবী যতবার দুর্যোগ-মহামারির মুখোমুখি হয়েছে, ততবারই ওই দুর্যোগ-মহামারি থেকে মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে সংবাদপত্র। সেটি প্লেগ, স্প্যানিশ ফ্লু—যা-ই বলি না কেন। বিগতকালের মহামারির সময় সমসাময়িক বিদেশি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, বুলেটিং, প্রজ্ঞাপন ইত্যাদি নিয়েই এই লেখা।  লিখেছেন এনামুল রেজা