বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে ৬ সেপ্টেম্বর।

দীর্ঘ তালিকার ১৩টি বই থেকে বাছাই করে বিচারকেরা এবার ৬টি বইকে নির্বাচন করেছেন। নির্বাচিত বইগুলো হলো: নোভায়োলেট বুলাওয়াওর গ্লোরি, ক্লেয়ার কিগানের স্মল থিংস লাইক দিজ, পার্সিভাল এভারেটের দ্য ট্রিজ, শেহান কারুনাটিলাকার দ্য সেভেন মুন্স অর মালি আলমিডা, এলিজাবেথ স্ট্রাউটের ওহ উইলিয়াম! এবং অ্যালান গার্নারের ট্রিয়্যাকেল ওয়াকার

সংক্ষিপ্ত তালিকার এই ছয় লেখকের মধ্যে লিঙ্গসমতা বিদ্যমান—তিনজন নারী ও তিনজন পুরুষ। এ ছাড়া বুকারের সংক্ষিপ্ত তালিকার ইতিহাসে এবার যুক্ত হয়েছে সবচেয়ে বয়স্ক লেখকের নাম—অ্যালান গার্নার। এ বছর অক্টোবরে তিনি ৮৮ বছরে পা দেবেন।

বিচারক নিল ম্যাকগ্রেগর বলেন, ‘এ বছর আমরা এমন লেখকদের খুঁজছিলাম, যাঁরা নিজেদের একটি আলাদা কল্পিত জগৎ সৃষ্টি করেছেন এবং যা আমাদেরও খুব আপন বলে মনে হয়।’ তিনি জানান, ছয়টি বইয়ের মধ্যেই যে জায়গায় মিল, তা হলো প্রতিটিতেই কোনো ব্যক্তি বা সমাজ খুব গুরুতর একটা ঘটনার মুখোমুখি হয়। আর তারা উপলব্ধি করে যে বর্তমানে তারা কোথায় আছে এবং ভবিষ্যতে কোথায় পৌঁছাতে পারবে।

আসছে ১৭ অক্টোবর লন্ডনের রাউন্ডহাউজে এ বছরের বুকার বিজয়ীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সূত্র: দ্য বুকারপ্রাইজেস ডটকম

গ্রন্থনা: মাহীন হক