বরেণ্য সাংবাদিক প্রয়াত আবদুল গাফ্ফার চৌধুরী তাঁর সাংবাদিক জীবনে সিভিল ও মিলিটারি সার্ভিসের অন্দরমহলের অনেক ঘটনা জানতেন। এগুলো নিয়ে বিভিন্ন সময় লিখেছেনও তিনি। সিভিল ও মিলিটারি সার্ভিসের যেসব ঘটনা তিনি জানতেন, সেই কাহিনিই এ বইয়ে গল্পের ভঙ্গিতে বর্ণনা করেছেন। বইটি স্বাধীন বাংলাদেশের উত্তাল সময়গুলোতে বুঝতে সহায়তা করবে।

বাংলাদেশে সিভিল ও আর্মি ব্যুরোক্রাসির লড়াই

আবদুল গাফ্ফার চৌধুরী

প্রকাশক: আগামী প্রকাশনী, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২২

দাম: ২৫০ টাকা।

ফিকশন ও নন-ফিকশন—দুই ধরনের বইয়ের লেখকেরা যাতে প্রকাশকের চাওয়া অনুযায়ী আকর্ষণীয়ভাবে পাণ্ডুলিপি তৈরি করতে পারেন, সে জন্য কিছু দিকনির্দেশনা ও পরামর্শ পাওয়া যাবে এ বইয়ে। বইটির লেখক বদিউদ্দিন নাজির দীর্ঘদিন ধরে প্রকাশনা ও বই সম্পাদনার সঙ্গে যুক্ত। ফলে সেই অভিজ্ঞতার আলোকে তিনি লিখেছেন এ বই। সব ধরনের লেখকই আলোচ্য বই থেকে শিক্ষণীয় অনেক কিছুই পাবেন। প্রকাশনাশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্যও এটি দরকারি বই।

বই প্রকাশে লেখকের প্রস্তুতি

বদিউদ্দিন নাজির

প্রকাশক: কথাপ্রকাশ, ঢাকা

প্রকাশকাল: জুলাই ২০২২

দাম: ৫০০ টাকা।