অন্তরীণ

ভাঙা মুহূর্তকে চুমু খাও

চুম্বন করো সবচেয়ে ভাঙা জীর্ণতা

মেঘের ভেতরে দেখো অন্তরের কালচিটে মেঘ

বর্ষণ হোক আজ মনে ও মাটিতে

অনন্ত বৃষ্টিতে ভেজো মন ও মৃত্তিকা

অন্তরের ভেতরে নাচো অন্তহীন মুহূর্তকে ভেবে

দিশাহারা সিংহকেশরে কেন আর অন্তরীণ কিছু

কালবোশেখির ভেতরে নৃত্য করো

নাচো অন্তরের রঙে

খুব কিছু ভাঙবে—ভাঙা ও পরাজয়গুলো রাখো পাথরে

জমাট মেঘের ভেতরে দেখো—ভেতরে কতটা কালো

বৃষ্টির ভেতরে ঝরো—ঝরে যাও

অন্তহীন মুহূর্তকে মনে রেখে