বই  পরিচিতি

আত্মপরিচয়ের সংকট ও আমাদের বাঙালিত্ব

মোরশেদ শফিউল হাসান

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: জানুয়ারি ২০২৩

দাম: ৫০০ টাকা।

এই বইয়ের প্রবন্ধগুলোয় তথ্য ও যুক্তির সাহায্যে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং কয়েকজন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ভূমিকা মূল্যায়ন করা হয়েছে। প্রতিষ্ঠিত বা বহুল প্রচারিত ধারণার বিপরীতে তথ্য ও যুক্তির আলোকে কিছু বিষয়কে লেখক নতুনভাবে যাচাই ও মূল্যায়ন করতে চেয়েছেন এখানে। বইটি পাঠকের সাধারণ কৌতূহল মেটানোর পাশাপাশি তাঁদের নতুন জিজ্ঞাসারও মুখোমুখি করবে।

চিন্তার মুসিবত: তালাল আসাদের বাতচিত

গ্রন্থনা ও সম্পাদনা: মোহাম্মদ আজম ও সাব্বির আজম

প্রকাশক: কথাপ্রকাশ, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩ 

দাম: ৪০০ টাকা।

বইটি নৃবিজ্ঞানী ও ভাবুক তালাল আসাদের ছয়টি দীর্ঘ সাক্ষাৎকারের বাংলা তরজমা। সাক্ষাৎকারগুলো বাছাই করা হয়েছে বাতচিতের বিষয়ের দিকে নজর রেখে। কয়েক দশক ধরে নৃবিজ্ঞানসহ কাছাকাছি শাস্ত্রগুলোর বেশ কিছু গুরুতর চর্চার সংক্ষিপ্ত কিন্তু চৌকস সালতামামি আছে এখানে। প্রশ্নগুলো ‘আধুনিকতা’, ‘পশ্চিম ও অ-পশ্চিম সম্পর্ক’, ‘ধর্ম’, ‘ইসলাম’, ‘সেকুলার’ ইত্যাদি তুলনামূলক প্রসারিত এলাকাকেন্দ্রিক হওয়ায় কলা ও সমাজবিজ্ঞানের আরও অনেক প্রাঙ্গণ এ বাতচিতের অন্তর্ভুক্ত হয়েছে।