টম হ্যাঙ্কসের প্রথম উপন্যাস প্রকাশিত হবে আগামী বছর

টম হ্যাঙ্কস

অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস তাঁর প্রথম উপন্যাসের ঘোষণা দিয়েছেন। দ্য মেকিং অব অ্যানাদার মোশন পিকচার মাস্টারপিস নামের এ উপন্যাস পেঙ্গুইন র্যানডম হাউস থেকে প্রকাশ পাবে আগামী বছরের ৯ মে।

নাম থেকেই বোঝা যাচ্ছে, উপন্যাসটির গল্প একটি চলচ্চিত্রের নির্মাণকে কেন্দ্র করে। ৮০ বছর ধরে বিস্তৃত এ গল্পে একটি সিনেমা বানানোর পেছনে একজন নির্মাতার যাত্রাপথকে ধরতে চেয়েছেন টম হ্যাঙ্কস। চরিত্র হিসেবে এখানে আরও থাকবে যুদ্ধফেরত সৈনিক, আশ্চর্য প্রতিভাবান এক বালক, খ্যাতির চূড়ায় থাকা চিত্রতারকাসহ অনেকে। নিজের অভিনয়জীবনের দীর্ঘ অভিজ্ঞতাকে পুঁজি করে এ উপন্যাস লিখেছেন টম হ্যাঙ্কস।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে টম হ্যাঙ্কসের একটি ছোটগল্পের সংকলন প্রকাশ পেয়েছিল। আনকমন টাইপ নামের সেই গল্পগ্রন্থ ইতিমধ্যে যুক্তরাজ্যে ২ লাখ ৩৪ হাজার কপি বিক্রি হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

● গ্রন্থনা: নাফিস সাদিক