ইতিহাসের বাঁকবদল নিয়ে বই লিখেছেন মহিউদ্দিন আহমদ

মহিউদ্দিন আহমদ

একাত্তর ও পঁচাত্তর দিয়ে নতুন বই লিখেছেন মহিউদ্দিন আহমদ। বইটি চলতি সপ্তাহেই প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হবে বলে জানা গেছে।

বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ ও ১৯৭৫—সাল দুটি খুব গুরুত্বপূর্ণ। একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে আর পঁচাত্তরে সপরিবার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে সামরিকতন্ত্রের উত্থান ঘটেছে। এই দুই সাল বাংলাদেশের ইতিহাসকে শুধু প্রভাবিতই করেনি, ইতিহাসের বাঁকবদলও ঘটিয়েছে। এই সাল দুটি কীভাবে আমাদের ইতিহাসকে প্রভাবিত করে তার মোড় পরিবর্তন করে দিয়েছে, সেটা নিয়েই এবার একাত্তর ও পঁচাত্তর: ইতিহাসের বাঁকবদল নামে নতুন বইটি লিখেছেন মহিউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘১৯৭১ ও ১৯৭৫ সালের ঘটনাপ্রবাহ ও প্রভাব নিয়ে প্রথম আলোতে গত ১০ বছরে আমি অনেক লেখা লিখেছি। সেসব লেখা থেকে বাছাই করে করা হয়েছে এই বই। বইটির মাধ্যমে নতুন প্রজন্মের পাঠকেরা ’৭১ ও ’৭৫–কে পেছন ফিরে যেমন দেখতে পাবেন, তেমনি আমাদের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের ক্ষেত্রেও এটি সহায়ক হবে বলে আমার ধারণা।’ মহিউদ্দিন আহমদ জানান, সম্প্রতি প্রকাশনা সংস্থা ‘বাতিঘর’ থেকে আওয়ামী লীগ বিএনপি কোন পথে নামে তাঁর একটি বই প্রকাশিত হয়েছে।

● গ্রন্থনা: অন্য আলো প্রতিবেদক