২০২৩ জেসিবি সাহিত্য পুরস্কার জিতেছেন তামিল লেখক পেরুমাল মুরুগান

তামিল লেখক পেরুমাল মুরুগানছবি: সংগৃহীত

জননি ক্যাননের অনুবাদে ফায়ার বার্ড উপন্যাসের জন্য ২০২৩ জেসিবি সাহিত্য পুরস্কার জিতলেন তামিল লেখক পেরুমাল মুরুগান। ১৮ নভেম্বর শনিবার এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয় লেখক ও অনুবাদকের প্রতিনিধি মানসী সুব্রামানিয়ামের হাতে। অনুষ্ঠানে লেখক পেরুমাল মুরুগান ও অনুবাদক জননি ক্যানন—দুজনের কেউই উপস্থিত ছিলেন না।

পুরস্কারটির মূল্য ২৫ লাখ রুপি। অনুবাদকের জন্য আছে আলাদা ১০ লাখ রুপি। ফায়ার বার্ড উপন্যাসটি নিয়ে জেসিবির বিচারক ও লেখক শ্রীনাথ পেরুর বলেছেন, ‘ফায়ার বার্ড একটি সর্বজনীন গল্প।’

১৯৬৬ সালে তামিলনাড়ুতে জন্ম নেওয়া পেরুমাল মুরুগানের এখন পর্যন্ত ১২টি উপন্যাস, ৬টি গল্পগ্রন্থ, ৬টি কবিতার সংকলন ছাড়াও আরও অনেক প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে তাঁর ১০টি উপন্যাস। এর মধ্যে অন্যতম হলো সিজনস অব দ্য পাম, কারেন্ট শো এবং ওয়ান পার্ট ওম্যান।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

গ্রন্থনা: হুমায়ূন শফিক