বাইশের আলোচিত বিদেশি উপন্যাস

গত বছর যুক্তরাষ্ট্রে ৮ কোটি ২৫ লাখের বেশি বই বিক্রি হয়েছে। এ বছরও যে কাছাকাছিসংখ্যক বই বিক্রি হয়েছে, তাতে সন্দেহ নেই। তবে এর মধ্যে সর্বজনের নজর কেড়েছে গুটিকয় বই। ২০২২ সালের শেষ সময়ে বিশ্বের বনেদি পত্রিকাগুলো তালিকা প্রকাশ করতে শুরু করেছে। সেসব তালিকা ঘেঁটে এ বছরের আলোচিত বিদেশি উপন্যাসগুলোর কথা জানাচ্ছেন মারুফ ইসলাম

আফটার লাইভস,আ হার্ট দ্যাট ওয়ার্কস,অল দিজ কুড বি ডিফারেন্ট,কমপ্যানিয়ন পিস,গ্লোরি,দ্য সেভেন মুনস অব মালি আলমিদা,ইয়ং মাঙ্গো,ডেমন কপারহেড

টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে আলোচিত ৫ বই

মার্কিন সাময়িকী টাইম এ বছরের আলোচিত বইগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে এক নম্বরে স্থান পেয়েছে রব ডেলানির লেখা আ হার্ট দ্যাট ওয়ার্কস। উপন্যাসটি প্রকাশিত হয়েছে চলতি বছরের নভেম্বরে। প্রকাশের কয়েক দিনের মাথায় এটি শীর্ষ বিক্রির তালিকায় চলে আসে। মার্কিন কমেডিয়ান
লেখক রবের উপন্যাসটি প্রকাশ করেছে স্পিগেল অ্যান্ড গ্রাউ।

তালিকার দুই নম্বরে রয়েছে নোবেলজয়ী লেখক আবদুলরাজাক গুরনাহর লেখা উপন্যাস আফটার লাইভস। উপন্যাসটি ব্লুমসবেরি থেকে ২০২০ সালে প্রকাশিত হলেও আলোচনায় ছিল ২০২২ সালেও। এটি এমন একটি উপন্যাস, যা আগামী বছরগুলোয়ও আলোচনায় থাকবে বলে মনে করেন বিশ্লেষকেরা। যুদ্ধ ও ইতিহাসকে উপন্যাসের মোড়কে উপস্থাপন করা বইটি বছরজুড়েই ছিল বিক্রির শীর্ষে।

আলোচনার তিন নম্বরে থাকা উপন্যাসটির নাম অল দ্য লাভার্স ইন দ্য নাইট। লেখক মিয়েকো কাওয়াকামি। জাপানি লেখকের এই উপন্যাস প্রথম ছাপা হয়েছিল সাহিত্য সাময়িকী গুনজোর ২০২১ সালের সেপ্টেম্বর সংখ্যায়। পরের বছর এটি জাপানি ভাষা থেকে ইংরেজি ভাষায়
রূপান্তর করেন স্যাম বেট ও ডেভিড বয়ড। বইটি প্রকাশ করেছে ‘ইউরোপা এডিশনস’ নামের প্রকাশনী।

এরপর যে বই আলোচনায় ছিল, তার নাম অল দিজ কুড বি ডিফারেন্ট। লিখেছেন
সারাহ ট্যাংকম ম্যাথুস।  উপন্যাসটি প্রকাশিত হয়েছে এ বছরের আগস্টে ভাইকিং প্রকাশনী থেকে। ওমান ও ভারতে বেড়ে ওঠা সারাহ পরবর্তীকালে থিতু হন যুক্তরাষ্ট্রে। ছোটগল্প লিখে খ্যাতি কুড়ানো এই লেখকের এটিই প্রথম উপন্যাস। বলা যায়, প্রথম দানেই বাজিমাত করেছেন সারাহ।

টাইম–এর চোখে সেরা পঞ্চম উপন্যাসটির নাম অ্যান ইমেনস ওয়ার্ল্ড। লিখেছেন ব্রিটিশ-মার্কিন লেখক এড ইয়ং। তিনি মূলত বিজ্ঞানবিষয়ক সাংবাদিক। কাজ করেছেন ন্যাশনাল জিওগ্রাফিক, নেচার, নিউ সায়েন্টিস্ট, সায়েন্টিফিক আমেরিকা, নিউইয়র্ক টাইমস, নিউইয়র্কারসহ বহু সংবাদমাধ্যমে। প্রাণীদের জগৎ নিয়ে লেখা বইটি গত বছরের জুনে প্রকাশ করেছে র​্যানডম হাউস।

ওয়াশিংটন পোস্টের দৃষ্টিতে আলোচিত ৫ বই

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটনপোস্ট বলছে, এ বছরের সেরা আলোচিত বইটির নাম আফটার লাইভস। নোবেলবিজয়ী ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহর এ উপন্যাস স্থান পেয়েছে টাইম ম্যাগাজিনের এ বছরের সেরা বইয়ের তালিকায়ও। তানজানিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ লেখক গুরনাহ বলেছেন, আফটার লাইভস একটি ইতিহাস–আশ্রয়ী উপাখ্যান।

তালিকার দুই নম্বরে আছে বারবারা কিংসলভারের লেখা ডেমন কপারহেডই উপন্যাসের কাঠামোটি ধার করা হয়েছে চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড থেকে। ঔপন্যাসিক বারবারা ওয়াশিংটন পোস্ট–এর কাছে দেওয়া সাক্ষাৎকারে সেটি স্বীকারও করেছেন। উপন্যাসটি এ বছরের অক্টোবরে প্রকাশিত হয়েছে হার্পার প্রকাশনী থেকে।

পত্রিকাটির চোখে বছরের তৃতীয় আলোচিত বইটি হলো শুসান স্ট্রেইটের মক্কা। মার্কিন লেখক শুসান স্ট্রেইট বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ায়। তাঁর উপন্যাসটিও লেখা হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়াকে কেন্দ্র করে। কিন্তু উপন্যাসটির নামে কেন রয়েছে আরবের মক্কা শহর? উপন্যাসটির সঙ্গে মক্কার কী সম্পর্ক? সেসব জানতে হলে পড়তে হবে ফেরার, স্ট্রাউস অ্যান্ড জিরক্স থেকে মার্চ মাসে প্রকাশিত এ উপন্যাস।

চতুর্থ আলোচিত বইটির নাম ট্রাস্ট। লিখেছেন মার্কিন লেখক হার্নান ডায়াজ। রিভারহেড বুকস থেকে এটি প্রকাশিত হয়েছে এ বছরের মে মাসে। হার্নান ডায়াজের আলোচ্য উপন্যাসটিকে বলা হয় অর্থ, ক্ষমতা ও আন্তসম্পর্কের উপাখ্যান। পুঁজিবাজারকে উপজীব্য করে এমন উপন্যাস খুব কমই লেখা হয়েছে। এ জন্য সারা বছরই আলোচনায় ছিল বইটি।

তালিকার পঞ্চম বইটি হচ্ছে ডগলাস স্টুয়ার্টের লেখা ইয়ং মাঙ্গো। বুকার পুরস্কারজয়ী ডগলাস একজন স্কটিশ-আমেরিকান লেখক। ইয়াং মাঙ্গো তাঁর দ্বিতীয় উপন্যাস। এটি এ বছরের এপ্রিলে প্রকাশিত হয়েছে গ্রোভ প্রেস থেকে। বইপ্রেমীদের পছন্দের অনলাইন প্ল্যাটফর্ম গুডরিডসে একজন পাঠক লিখেছেন, ইয়াং মাঙ্গো টা হৃদয়বিদারক ভালোবাসার গল্প। কিশোরবেলার প্রেমের গল্প, যেখানে অভিশাপ হয়ে আবির্ভূত হয় সমাজ। আরেক পাঠক লিখেছেন, এটি ভালোবাসা ও বীভৎসতার গল্প। এমন একটি উপন্যাস বছরজুড়ে আলোচনায় থাকবে, এটিই তো স্বাভাবিক।

নিউইয়র্ক টাইমসের দৃষ্টিতে আলোচিত ৫ বই

বনেদি মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস প্রতি সপ্তাহেই ‘বেস্ট সেলার’ বইয়ের তালিকা প্রকাশ করে থাকে। এবার বছর শেষে তারা প্রকাশ করেছে সারা বছরের আলোচিত বইয়ের তালিকা। এ তালিকায় সবার শীর্ষে রয়েছে জনপ্রিয় মার্কিন লেখক জেনিফার এগানের বই দ্য ক্যান্ডি হাউস। স্কাইবনার্স থেকে বইটি প্রকাশিত হয়েছে এপ্রিল মাসে। নিউইয়র্ক টাইমস–এর ভাষ্যে, এই বই একই সঙ্গে  বিজ্ঞান কল্পকাহিনি ও মনস্তাত্ত্বিক ফিকশন। ২০১১ সালে পুলিৎজার পুরস্কার পেয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন জেনিফার। এ বছর ক্যান্ডি হাউস লিখে আবারও তিনি হইচই ফেলে দিয়েছেন।

নিউইয়র্ক টাইমস–এর দৃষ্টিতে দ্বিতীয় আলোচিত বইটি হচ্ছে চেকআউট নাইন্টিন। ব্রিটিশ লেখক ক্ল্যারি লুইস বেনেথের এটি প্রথম উপন্যাস। ‘এলেন, দেখলেন, জয় করলেন’ কথাটি যে এখনো ফুরিয়ে যায়নি, ক্ল্যারি লুইস তার প্রমাণ। রিভারহেড বুকস থেকে এ বছরের আগস্টে প্রকাশের পরপরই বইটি পাঠক-বোদ্ধাদের নজর কাড়ে।

এ বছর আলোচনায় ছিল ডেমন কপারহেডবই সম্পর্কে আগেও বলা হয়েছে। কারণ এটি ওয়াশিংটন পোস্ট–এর সেরা বইয়ের তালিকায়ও স্থান পেয়েছে। মার্কিন ঔপন্যাসিক বারবারা কিংসলভার উপন্যাসটি লিখেছেন একজন সিঙ্গেল মা ও এক কিশোর বালক ডেমনকে কেন্দ্র করে, যার ডাকনাম কপারহেড। লাল চুলের কপারহেড হাজারো পাঠকের হৃদয়ে নাড়া দিয়েছে। ফলে বইটি আলোচনায় ছিল সারা বছরই।

চতুর্থ আলোচিত বইটি হলো দ্য ফুরোস উপন্যাসটির রচয়িতা ন্যামওয়ালি সারপেল একজন আমেরিকান-জাম্বিয়ান লেখক। শিক্ষকতা করেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে। উপন্যাসটি তিনি লিখেছেন অন্য রকম এক বিষয়কে কেন্দ্র করে—মানুষ শৈশবে সমাজ ও পরিবার থেকে যেসব ভীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়, সেসব নিয়ে। দ্য ফুরোস প্রকাশিত হয়েছে এ বছরের সেপ্টেম্বরে, হোগার্থ থেকে।

নিউইয়র্ক টাইমস–এর তালিকায়ও আছে হার্নান ডায়াজের ট্রাস্ট উপন্যাসটি। এ উপন্যাস ওয়াশিংটন পোস্ট–এর তালিকায়ও রয়েছে। মে মাসে প্রকাশিত বইটি অনেকেরই নজর কেড়েছে। 

দ্য গার্ডিয়ানএর দৃষ্টিতে সেরা ৩ বই

ব্রিটেনের প্রাচীন ও প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান–এর বর্ষসেরা বইয়ের তালিকার
একেবারে শীর্ষে রয়েছে কমপ্যানিয়ন পিস। এটি লিখেছেন স্কটিশ লেখক আলি স্মিথ। উপন্যাসটি প্রকাশিত হয়েছে এ বছরের মে মাসে প্যান্থিয়ন প্রকাশনী থেকে।

একই পত্রিকার চোখে বছরের দ্বিতীয় সেরা বইটি হচ্ছে নো ভায়োলেট বুলাওয়ায়োর উপন্যাস গ্লোরি জিম্বাবুয়ের লেখকের এটি দ্বিতীয় উপন্যাস। সম্পূর্ণ রাজনৈতিক স্যাটায়ারধর্মী এ উপন্যাস গত মার্চে প্রকাশ করেছে ভাইকিংস। উপন্যাসটি এ বছরের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিল। নভিওলেট এক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বখ্যাত লেখক জর্জ অরিয়েলের অ্যানিমেল ফার্ম উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে এ উপন্যাস লিখেছেন তিনি।

গার্ডিয়ান বলছে, এ বছরের তৃতীয় আলোচিত বইটির নাম দ্য সেভেন মুনস অব মালি আলমিদা শ্রীলঙ্কার ঔপন্যাসিক শেহান করুনাতিলকার এ উপন্যাস এ বছর বুকার পুরস্কারে ভূষিত হয়েছে৷ সে কারণে হয়তো উপন্যাটি নিয়ে আলোচনাও হয়েছে বেশি। উপন্যাসটি প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রকাশনী শর্ট অব বুকস।

সূত্র: নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান ও টাইম ম্যাগাজিন