প্রকাশিত হলো ‘দ্য মিট মার্কেট’

দ্য মিট মার্কেট: টেন স্টোরিজ অ্যান্ড আ নভেলার প্রচ্ছদ

বাংলাদেশি কথাসাহিত্যিক মশিউল আলমের গল্পগুলো নিয়ে ইংরেজিতে সম্প্রতি দ্য মিট মার্কেট: টেন স্টোরিজ অ্যান্ড আ নভেলা নামে বই প্রকাশিত হয়েছে। গত ১৫ এপ্রিল ১০টি গল্প ও একটি উপন্যাসিকা নিয়ে ভারতের প্রকাশনা সংস্থা ওয়েস্টল্যান্ড বুকসের অন্তর্গত ‘একা’ প্রকাশনী থেকে এ বই প্রকাশিত হয়। বইটি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন শবনম নাদিয়া।

ইংরেজিতে এই বইয়ের প্রকাশ প্রসঙ্গে মশিউল আলম বলেন, ‘অনুবাদক শবনম নাদিয়া ২০২০ সালে এই পাণ্ডুলিপিটি “পেন/হাইম ট্রান্সলেশন”–এর আওতায় যে গ্র্যান্ট দেওয়া হয়, তার জন্য আবেদন করেন। এটি গ্র্যান্টও পায়। তখন পাণ্ডুলিপিটির নাম ছিল “দ্য মিট মার্কেট অ্যান্ড আদার স্টোরিজ”। পরে যখন অনুবাদকের সঙ্গে ভারতের ওয়েস্টল্যান্ড বুকসের যোগাযোগ ঘটে, তখন এর নামে পরিবর্তন ঘটে। এ সময় প্রকাশকের তরফ থেকে আমার সঙ্গেও যোগাযোগ করা হয়।’

মশিউল আলমের জন্ম ১৯৬৮ সালে। ২০১৯ সালে তাঁর ছোটগল্প ‘দুধ’ হিমাল সাউথএশিয়ান শর্ট স্টোরি প্রাইজ অর্জন করেছিল। গ্রন্থনা: অন্য আলো প্রতিবেদক