যুদ্ধবিরোধী কবিতা আবৃত্তি করায় দুই রুশ কবির কারাদণ্ড

আর্তিওন কামারদিন ও ইয়েগর শতোভবাছবি: দ্য গার্ডিয়ান–এর সৌজন্যে

ইউক্রেনে প্রায় দুই বছর ধরে যুদ্ধ করছে রাশিয়া। সেই যুদ্ধের বিরোধিতা করে কবিতা আবৃত্তি করায় রাশিয়ার দুই কবিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই দুই কবির নাম আর্তিওন কামারদিন ও ইয়েগর শতোভবা।

৩৩ বছর বয়সী আর্তিওন কামারদিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করেছেন এবং বিদ্বেষ ছড়িয়েছেন। এ জন্য তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই কবি ২০২২ সালে মস্কোতে একটি সমাবেশে যুদ্ধবিরোধী কবিতা আবৃত্তি করেছিলেন।

অন্যদিকে ২৩ বছর বয়সী ইয়েগর শতোভবাকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনিও আর্তিওন কামারদিনের সঙ্গে ওই সমাবেশে অংশ নিয়েছিলেন। এ জন্য তাঁকে এ শাস্তি দিয়েছেন মস্কোর জেলা আদালত।

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ত্রিউমফালনায়া স্কয়ারে ‘মায়াকোভস্কি রিডিংস’ শিরোনামে কবিতা পাঠের আয়োজন করা হয়েছিল। তখনই এই দুই কবির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়। তবে কামারদিন ও শতোভবা—দুজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন।

সূত্র: আল–জাজিরা