মারা গেছেন ‘বাবর’ সিরিজের লেখক

বাবর সিরিজের লেখক লরেন্ট ডি ব্রুনহফ

জনপ্রিয় ‘বাবর’ সিরিজের লেখক লরেন্ট ডি ব্রুনহফ মারা গেছেন। ২২ মার্চ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কি ওয়েস্টে নিজ বাড়িতে মৃত্যু হয় ৯৮ বছর বয়সী এই ফরাসি লেখকের। তাঁর স্ত্রী ফিলিস রোজ সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফ্রান্স ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের নাগরিক ছিলেন ‍ডি ব্রুনহফ।

বাবর চরিত্রটি প্রথম সৃষ্টি করেছিলেন ব্রুনহফের বাবা জাঁ ডি ব্রুনহফ। ১৯৩১ সালে হিস্টোয়ার ডি বাবর নামে লেখা বইয়ে তিনি প্রথম পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেন বাবর চরিত্রের। ১৯৩৭ সালে বাবার মৃত্যুর পর বাবর সিরিজ লেখা শুরু করেন ছেলে ডি ব্রুনহফ।

বাবর একটি হাতির নাম। ২০০৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ডি ব্রুনহফ বলেছিলেন, ‘ছোটবেলায় প্রতি রাতে এক কাল্পনিক হাতির গল্প শুনিয়ে মা আমাদের ঘুম পাড়াতেন। আমি ও আমার ছোট ভাই গল্পটি খুবই পছন্দ করতাম। এ কারণেই বাবা পরে বাবর নামে একটি হাতির চরিত্র সৃষ্টি করে বই লেখেন।’

ব্যাপক জনপ্রিয় এই সিরিজের বইগুলো বিশ্বের ১৯টি ভাষায় অনূদিত হয়েছে। তৈরি হয়েছে টিভি সিরিজ ও চলচ্চিত্র।

সূত্র: সিএনএন