ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের দীর্ঘ তালিকা প্রকাশ

চলতি বছরের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের দীর্ঘ তালিকা প্রকাশিত হয়েছে। এবারের তালিকায় স্থান পেয়েছেন ১৩ জন লেখক ও অনুবাদক।

বুকার পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে ১১ মার্চ প্রকাশিত তালিকায় দেখা যায়, এবারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছেন আলবেনিয়ার খ্যাতিমান লেখক ইসমাইল কাদারে। তাঁর লেখা উপন্যাস আ ডিক্টেটর কলস স্থান পেয়েছে এবারের তালিকায়। এর আগে ২০০৫ সালে দেওয়া প্রথম ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারটিও পেয়েছিলেন ইসমাইল কাদারে।

এ ছাড়া আরেক জার্মান খ্যাতিমান লেখক জেনি এরপেনবেক স্থান পেয়েছেন তাঁর কায়রোস উপন্যাসের জন্য। এটি অনুবাদ করেছেন মাইকেল হফম্যান।

২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার। বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের ইংরেজিতে অনূদিত ও যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বইগুলো এই পুরস্কারের জন্য বিবেচিত হয়। পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার পাউন্ড, যা লেখক ও অনুবাদক উভয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।

আগামী ৯ এপ্রিল ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২১ মে।

সূত্র: লিটারারি হাব

গ্রন্থনা: মারুফ ইসলাম