‘অ্যাস্পেন প্রাইজ’ পেলেন ইসাবেলা হাম্মাদ

ইসাবেলা হাম্মাদ

ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ইসাবেলা হাম্মাদ এ বছরের সম্মানজনক ‘অ্যাস্পেন ওয়ার্ডস লিটারারি প্রাইজ’ পেয়েছেন। এন্টার ঘোস্ট উপন্যাসের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

গত বছরের এপ্রিলে প্রকাশিত এ উপন্যাসে লন্ডনে বসবাসকারী সোনিয়া নাসির নামের ফিলিস্তিনি বংশোদ্ভূত অভিনেত্রীর মাতৃভূমিতে ফেরার জটিল চিত্র তুলে ধরেছেন ইসাবেলা হাম্মাদ। উপন্যাসটি নিউইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট–এর সেরা বইয়ের তালিকায় ছিল।

সম্প্রতি নিউইয়র্কের মরগান লাইব্রেরিতে এক অনুষ্ঠানে ‘অ্যাস্পেন প্রাইজ’জয়ী হিসেবে ইসাবেলা হাম্মাদের নাম ঘোষণা করা হয়। এ পুরস্কারের আর্থিক মূল্যমান ৩৫ হাজার মার্কিন ডলার।

পুরস্কার পাওয়ার পর ইসাবেলা বলেন, ‘গাজায় ইসরায়েলিরা বর্বরতা চালাচ্ছে। তারা গাজার প্রতিটি বিশ্ববিদ্যালয় ও লাইব্রেরি ধ্বংস করেছে। মেরে ফেলেছে লেখক, সাংবাদিক ও শিক্ষকদের। ইসরায়েল গাজায় যে জাতিগত নিধন চালাচ্ছে, তা বন্ধ হওয়া উচিত। আমরা যেন আমাদের জীবদ্দশায় ফিলিস্তিনিদের মুক্তি দেখে যেতে পারি।’

২০১৮ সাল থেকে অ্যাস্পেন ওয়ার্ডস লিটারারি প্রাইজ দেওয়া হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় সাহিত্য পুরস্কারের একটি। পুরস্কারটি যেকোনো জাতির লেখকদের জন্য উন্মুক্ত।

সূত্র: পাবলিশিং পার্সপেকটিভ

গ্রন্থনা: মারুফ ইসলাম