আমাদের সময়ে অধ্যায় ছয়

ছয়জন ক্যাবিনেট মন্ত্রীকে তারা হাসপাতালের দেয়ালের মুখোমুখি দাঁড় করিয়ে গুলি করল সকাল সাড়ে ছয়টায়। চত্বরটার অনেক জায়গায় পানি জমে ছিল। পাশের রাস্তার ওপর ছড়িয়ে ছিল ভেজা ঝরাপাতা। ঝুম বৃষ্টি হয়ে গিয়েছিল। হাসপাতালের সব শাটার ছিল বন্ধ। মন্ত্রীদের একজন টাইফয়েডে আক্রান্ত ছিলেন।

দুজন সৈনিক ধরাধরি করে তাঁকে নামিয়ে আনে নিচতলায় এবং নিয়ে যায় বাইরে বৃষ্টির ভেতর। তারা তাঁকে দেয়ালের মুখোমুখি দাঁড় করাতে চেষ্টা করছিল, কিন্তু তিনি কাদাজলের ভেতর বসে পড়েন। অন্য পাঁচজন খুব শান্তভাবে দাঁড়িয়ে ছিলেন দেয়ালের দিকে মুখ করে। শেষমেশ অফিসার সৈনিকদের বললেন, তাঁকে দাঁড় করানোর চেষ্টা করে লাভ নেই। যখন তারা গুলি ছুড়ল, তিনি তখন কাদাজলের ভেতর বসে ছিলেন দুই হাঁটুর ওপর মাথা রেখে।

 

আর্নেস্ট হেমিংওয়ে: (২১ জুলাই ১৮৯৯-২ জুলাই ১৯৬১)। নোবেলজয়ী মার্কিন কথাসাহিত্যিক।