জার্মান সাংস্কৃতিক প্রতিষ্ঠান বর্জনের ডাকে আনি এরনোর সমর্থন

আনি এরনো

ফিলিস্তিন ইস্যুতে জার্মান সরকারের কঠোর অবস্থানের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে সারা বিশ্বের অন্তত পাঁচ শ লেখক, শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতিকর্মী জার্মান সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বর্জনের ডাক দিয়েছেন। সেই ডাকে সমর্থন দিয়েছেন নোবেলজয়ী ফরাসি লেখক আনি এরনো।

গত সপ্তাহে ‘স্ট্রাইক জার্মানি’ নামে শুরু হওয়া এ আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে, ফিলিস্তিনপন্থী অ্যাকটিভিস্টদের বিরুদ্ধে জার্মানির স্বৈরাচারী দমন-পীড়ন, একই সঙ্গে গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতি দেশটির সমর্থনের বিষয়ে সাংস্কৃতিক জগতের সবার দৃষ্টি আকর্ষণ করা।

আনি এরনো ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনিই প্রথম ফরাসি নারী লেখক, যিনি মর্যাদাপূর্ণ এই সাহিত্য পুরস্কার জয় করেন।

সূত্র: আল–জাজিরা