কদমগাছের সখা
সে একজনই তো ছিল—যাকে আমি অন্য চোখে দেখি
অন্তহীন উনুনের আঁচে সময়কে রেঁধেবেড়ে রাখি
খেতে দিই নিজ মাংস, রক্তজল, অশ্রুবাষ্পশ্বাস
অন্ধকার নিভে যায়, কথার ফড়িং নড়ে, পাতার বাহাস
এ তারই প্রগাঢ় স্পর্শ, মনে মনে আমারই সে মা
অনেক স্তব্ধতা দিয়ে, পাঁজরে গড়েছি তার সোমত্ত প্রতিমা
হৃদয় তার কদমগাছ, বাতাসে দুলতে থাকে শাখা
রাতের মনীষা ছুঁয়ে মাথার ওপর জাগে স্বাতী ও বিশাখা
শুধু একজন, একজনই, যার কণ্ঠস্বরে অন্যতর আলো
যেন সে আমার শিশু, আমি কি তার মায়ের মতো ভালো?