জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বকৃত নোমান পেলেন ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’
‘রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ’-এর অর্থায়নে ২০২২ সাল থেকে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ প্রবর্তন করেছে বাংলা একাডেমি। বাংলাদেশের দুজন কথাসাহিত্যিককে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হবে।
কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য প্রথমবারের মতো প্রবর্তিত ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২২’ পেয়েছেন জ্যোতিপ্রকাশ দত্ত। অন্যদিকে অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী কথাসাহিত্যিকদের গত এক বছরে প্রকাশিত নতুন বই (উপন্যাস বা গল্পগ্রন্থ) মূল্যায়নের বিভাগে পুরস্কৃত হয়েছেন স্বকৃত নোমান। পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে ২০২১ সালে প্রকাশিত উজানবাঁশি উপন্যাসের জন্য তিনি এ পুরস্কারে ভূষিত হন।
কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গ্রন্থনা: নাফিস সাদিক