পুরস্কার পেলেন ইসরায়েলি কারাবন্দী ফিলিস্তিনি লেখক 

বাসিম খন্দকজি

ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি লেখক বাসিম খন্দকজি চলতি বছরের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন (আইপিএএফ) পুরস্কার জিতেছেন। পুরস্কারটিকে ‘আরবের বুকার’ পুরস্কারও বলা হয়। 

গত ২৮ এপ্রিল আবুধাবিতে এক অনুষ্ঠানের মাধ্যমে বাসিমের ভাই ইউসুফ খন্দকজির হাতে পুরস্কারটি তুলে দিয়েছে আইপিএএফ কর্তৃপক্ষ। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার ডলার। 

আ মাস্ক, দ্য কালার অব দ্য স্কাই উপন্যাসের জন্য ৪০ বছর বয়সী বাসিম এই পুরস্কার পেলেন। সন্ত্রাসবাদের অভিযোগে বাসিম খন্দকজি ২০০৪ সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দী আছেন। 

সূত্র: সিএনএন