এই কবিতাটি

এক টুকরো আকাশ হতে চেয়েছিল

অর্ধনমিত পতাকায়

ক্যালেন্ডারের পাতায় কালোব্যাজ পরা একটি দিন

প্রভাতফেরির নরম পা ফেলা প্রথম শৈশব

ফুল কুড়ানো বিকেল, কার্জন হলের নির্জন ঘাস

শহীদুল্লাহ্, শেরেবাংলা, এস এম হলের

উজ্জ্বল বাগান—প্রসারিত হাতে তুলে দিত ফুল

নিউমার্কেট-সংলগ্ন গেট ধরে

কুয়াশায় ভেজা ভোর ঢুকে যেত আজিমপুর গোরস্থানে

সালাম, জব্বার, রফিক, বরকত দেখা দিত

একুশের সূর্যোদয়ে

আমার শৈশবে কুড়িয়ে পাওয়া একটি গানের কলি

কখন যে পৃথিবীময় ছড়িয়ে গেল

স্পর্ধিত-সাহসে;

ছেলেহারা মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি

তখনো তো শহীদ মিনার

শিশুর সারল্যমাখা কবিতার খাতা

ফুল ও অক্ষরে

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো

  একুশে ফেব্রুয়ারি’

অর্ধনমিত পতাকায়

ক্যালেন্ডারের পাতায় কালোব্যাজ পরা একটি দিন।