ষড়যন্ত্র
ট্রেনের যাত্রী হয়ে খুব ভোরে স্টেশনে এসে নামল একটি ষড়যন্ত্র। নাক–মুখ থেকে শীতল তামাক ধোঁয়া বের হচ্ছিল যত্রতত্র। যেন কনকনে শীতে একটু একটু কাঁপছিল দুটো পা। ষড়যন্ত্রটির কোথাও যাবার ছিল না, তবু তো গেল উজবুক! গাঢ় হতে হতে সোনা রং হয় সকালের রোদ। ষড়যন্ত্র হাসে। খুব করে হাসে। কতকাল ধরে মানুষেরা এসবের পাশাপাশি তাকে ভালোবাসে!