‘ভুলেও কখনো লেখালেখি ছাড়িস না’

রাসেল রায়হান

একটা কাজে হোটেল শেরাটনে যেতে হলো একবার। কোনো একটা বড় অনুষ্ঠান চলছিল সেখানে। আলোঝলমলে আশ্চর্য এক জগতে প্রায় ছিঁড়ে আসা জুতা, রংজ্বলা জিনস আর ইস্তিরিবিহীন শার্ট নিয়ে কোথাও লুকিয়ে পড়তে মন চাইছিল। এ যেন অন্য কোনো এক জগৎ, অন্য মানুষ সেখানে। নিজেকে মনে হচ্ছিল একঝাঁক সাদা ময়ূরের মধ্যে দাঁড়িয়ে থাকা ভীতসন্ত্রস্ত এক শুভ্র রাজহাঁস, যার বুকের ভেতর ছোট্ট একটা হৃৎপিণ্ড আলোড়িত হচ্ছে প্রবলভাবে। আসলে সেই সময় পুরো ঢাকা নগরীতেই বেমানান ছিলাম আমি। টিকে থাকার সংগ্রামে প্রায় পর্যুদস্ত। এই বেমানান দশার মধ্যেও দু-চারজন কবি হিসেবে চিনত। বিভিন্ন অনলাইন ও ছাপা পত্রিকায় তখন আমার কবিতা-গল্প ছাপা হচ্ছে।

নিয়মিত প্রথম আলো সাহিত্য পাতা পড়তাম সে সময়। এরই মধ্যে একদিন বিজ্ঞাপন দেখলাম, ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৫’-এর জন্য পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে। এ পুরস্কারের সঙ্গে জড়িয়ে আছে প্রথম আলো, প্রথমা প্রকাশন, ক্লিনটন বি সিলি, আর পুরস্কারটি কবি জীবনানন্দ দাশের নামে। সব মিলিয়ে একজন কবির কাছে এ সুযোগ চরম আকাঙ্ক্ষিত। কিন্তু আমি কি পারব?

পাণ্ডুলিপি প্রস্তুতে মনোযোগী হলাম। শুরুতেই একটি ছন্দোবদ্ধ কবিতা—নিজেকে প্রমাণে ছন্দের বিকল্প নেই। এরপর টানা গদ্য। একঘেয়েমি যাতে না লাগে, এ জন্য বিরতি দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের কবিতা দিয়ে পাণ্ডুলিপি সাজালাম। চূড়ান্ত গোছানো শেষ হলে পাণ্ডুলিপির নাম বাছাইয়ের পালা। শেরাটনের সেই দৃশ্যের কথা মনে পড়ল, নাম রাখলাম—‘বিব্রত ময়ূর’।

পাণ্ডুলিপি জমা দেওয়ার পর দীর্ঘ এক অপেক্ষা। ঠিক যখন আশা ছেড়ে দিলাম, তখন একদিন প্রথম আলো থেকে ফোন এল। বলা হলো দেখা করতে। বুক কাঁপতে লাগল আমার।

নির্ধারিত দিনে গেলাম প্রথম আলো কার্যালয়ে। প্রথমা প্রকাশনের সমন্বয়ক জাফর আহমদ রাশেদ জানালেন, আমার পাণ্ডুলিপিটি সেরা তিনে আছে। ছবি তুলতে ডেকেছেন।

সিএ ভবনের সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছবি তুললেন খালেদ সরকার। কড়া রোদ। সরাসরি রোদে তাকাতে আমার অসুবিধা হয়। তার ওপর ক্যামেরার দিকে তাকালে মুখটা কেমন যেন গোমড়া হয়ে যায়। নানা কসরত করে ছবি তোলা হলো।

এরপর অনেক দিন কোনো খবর নেই। রোজ পত্রিকা দেখি। পুরস্কার-সম্পর্কিত কোনো সংবাদ আর ছাপা হয় না। অন্য কেউ জিতল নাকি বাকি দুজনের মধ্যে? কী এক তীব্র উৎকণ্ঠা!

আগেই তো ভালো ছিল। কী দরকার ছিল ডেকে নিয়ে গিয়ে ছবি তোলার!...মাত্র বিয়ে করেছি তখন। আমার অবস্থা দেখে সাংসারিক সব চাপ থেকে দূরে রাখে সদ্য বিবাহিতা।

অবশেষে প্রথম আলো শেষ পাতায় ছবিসহ সংবাদ প্রকাশিত হলো। নানা জায়গা থেকে অভিনন্দিত হলাম। আমার অফিসের ব্যবস্থাপনা পরিচালক খুব খুশি হলেন খবরটি দেখে। এ ঘটনায় আমার বেতন বাড়িয়ে দিয়েছিলেন তিনি। সেই চাকরি পাল্টেছি, তবু মানুষটির প্রতি এখনো আমার গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা কাজ করে।

পরবর্তীকালে লেখালেখিসহ জীবনের নানা ক্ষেত্রে ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার’ প্রভাব রেখেছে। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। ঢাকার বাইরে থেকে এসে একজন তরুণ লেখককে যে নানা প্রত্যক্ষ-পরোক্ষ যুদ্ধের সম্মুখীন হতে হয়, সে জায়গা থেকে আমি অনেকখানি বেঁচে যাই। ‘সুচাগ্র মেদিনী’ নয়, প্রায় বিনা যুদ্ধে ‘হলাগ্র মেদিনী’ লাভ করি।

সবচেয়ে বড় ব্যাপার, আমার বাবা, যিনি আগে কোনো দিন আমার লেখালেখিতে সমর্থন দেননি, তিনিই পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে বাসায় ফিরে আমাকে বলেছিলেন, ‘ভুলেও কখনো লেখালেখি ছাড়িস না।’