আমার চোখে বোনেরা

দুই বোন কায়নাত ও মুকাদ্দাসকে নিয়ে লিখেছেন মেহজাবীন চৌধুরী

কায়নাত করিম চৌধুরী, মেহজাবীন চৌধুরী ও মুকাদ্দাস মালাইকা চৌধুরী
ছবি: পারিবারিক অ্যালবাম থেকে

পৃথিবীতে যত সম্পর্ক রয়েছে, তার মধ্যে ভাই-বোনের মতো শক্তিশালী বন্ধন খুব কমই আছে। বিশেষত বোনদের মধ্যে একটা অন্য রকম ভালোবাসার সংযোগ থাকে, পরস্পরের সবকিছুতে একটা সমর্থন থাকে, ভালো-মন্দ অভিজ্ঞতা শেয়ার বা পরামর্শের সুযোগ থাকে।

লিখতে বসেছি আমার ছোট দুই বোন কায়নাত করিম চৌধুরী ও মুকাদ্দাস মালাইকা চৌধুরীকে নিয়ে। তারা আদতে আমার প্রাণভ্রমরা।

দুজনই অসাধারণ প্রাণশক্তিতে ভরপুর। আমার দুই বোনেরই রয়েছে কিছু প্রশংসনীয় গুণ, যা তাদের অনন্য করে তুলেছে বলে আমার মনে হয়।

অন্তর্মুখী কায়নাতের জ্ঞানের তৃষ্ণা

আমার পরে যে বোন, ওর নাম কায়নাত করিম চৌধুরী। সে একজন পরিশ্রমী ছাত্রী। পড়াশোনায় নিজেকে উৎসর্গ করার ক্ষমতা তার আছে। তার বুদ্ধিবৃত্তিক কৌতূহল আর জ্ঞানের তৃষ্ণা আমাকে মুগ্ধ করে।

 একাডেমিক কৃতিত্ব ছাড়াও কায়নাত অসাধারণ গান গায়। ওর সুরেলা কণ্ঠ যখন ওর আবেগের সঙ্গে অনুরণিত হয়, সে সময় তা অন্যদেরও আচ্ছন্ন করে ফেলে! মাঝেমধ্যে রান্নার প্রতিও আগ্রহ দেখায় সে। তার প্রাণময় উপস্থাপনা আমার হৃদয়কে মোহিত করে।

মানুষ হিসেবে কায়নাত অন্তর্মুখী স্বভাবের। আর সে জন্যই হয়তো শিল্পের নানান ক্ষেত্রে নিজেকে প্রকাশের মাধ্যমেই কাঙ্ক্ষিত আনন্দ খুঁজে নেয়। আচার-আচরণের দিক দিয়ে আমার এই বোন খুব নম্র, কারও কাছ থেকে মনোযোগ বা প্রশংসা—কিছুই সে দাবি করে না। কেবল একাকী নিজের জগতে ডুব দিয়ে পথচলাতেই তার আনন্দ। একাকিত্বের মধ্যেও যে একটা মোহনীয় সৌন্দর্য আছে, তা আমি কায়নাতকে দেখে বুঝি। সূক্ষ্ম অনুভূতিসম্পন্ন আমার এই বোনকে আমি খুব ভালোবাসি।

মডেলিংয়ের মুকাদ্দাস

আমার আরেক বোন মুকাদ্দাস মালাইকা চৌধুরী। কায়নাত যেমন পড়াশোনায় নিজেকে নিমগ্ন রাখতে পছন্দ করে, তেমনি মুকাদ্দাসের রয়েছে মডেলিংয়ের প্রতি বেশি আগ্রহ। মুকাদ্দাস এখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি জায়গা তৈরির চেষ্টা করে যাচ্ছে। 

মুকাদ্দাসকে নিয়ে আলাদা করে কিছু বলতে গেলে বলতে হয়, জীবনের প্রতি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে আমার এই বোনের। মডেলিং তার জীবনের উল্লেখযোগ্য অংশ। শিক্ষার্থী হিসেবেও সে ভালো। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ভালো অবস্থান নিশ্চিত করার জন্য প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে সে। বর্তমানে একাডেমিক পড়াশোনা আর মডেলিং—এ দুইয়ে মিলেই তার জগৎ। আমার সবচেয়ে ছোট বোনটির আরেকটি গুণের কথা তো বলাই হলো না—সেটি হলো মুকাদ্দাস নিমেষেই সবাইকে আপন করে নিতে পারে। আমি বিশ্বাস করি, মুকাদ্দাস খুব শিগগির আপন আলোয় উদ্ভাসিত হবে, মডেলিংয়ে নিজেকে অনন্যরূপে মেলে ধরবে।

তারা আছে বলেই পৃথিবীটা সুন্দর

শেষে আমার এই দুই বোন কায়নাত ও মুকাদ্দাসের একটি মিলের কথা বলি, কঠোর পরিশ্রমী এবং নিজ নিজ লক্ষ্যে অবিচল। কায়নাতের মনোযোগ তার পড়াশোনার আর গান গাওয়ায়। অন্যদিকে, মুকাদ্দাসের প্যাশন মডেলিং। আমার দুই বোনই প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা জোগায়। শুধু আমাকে কেন, আমার পরিবারের অন্যদেরও তারা প্রাণিত করে। কায়নাত ও মুকাদ্দাস তাদের স্বতন্ত্র পথে চলতে চলতে একসময় বিশ্বদরবারে নিজেকে মেলে ধরবে—এ আমি বিশ্বাস করি। আর আজ আমার পৃথিবীটা যে এত সুন্দর, তা তো কায়নাত ও মুকাদ্দাস আছে বলেই।


অনুলিখন: মইনুল রাজিব