অন্য দিগন্ত

কানজা জাভেদ
কানজা জাভেদ

কানজার আগমন
পাকিস্তানের তরুণ লেখিকা ২৩ বছর বয়সী কানজা জাভেদের বই অ্যাশেস, ওয়াইন অ্যান্ড ডাস্ট কয়েক দিন আগে ভারত থেকে প্রকাশিত হয়েছে। ২০১৩ সালে এই বইয়ের পাণ্ডুলিপি ছিল ‘টিবর জোন্স সাউথ এশিয়া পদক’-এর জন্য মনোনীত হ্রস্ব তালিকায়। উত্তরাখন্ডের নৈনিতালে সম্প্রতি অনুষ্ঠিত ‘কুমায়ুন সাহিত্য উৎসব’-এ নিজের প্রথম উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কানজার উপস্থিত থাকার কথা থাকলেও ভিসা জটিলতায় শেষ পর্যন্ত তিনি উপস্থিত হতে পারেননি। যদিও তাঁর বাবা-মা ভিসা পেয়েছেন। অ্যাশেস, ওয়াইন অ্যান্ড ডাস্ট নামের এই উপন্যাসটি দিয়ে সাহিত্যমহলে সাড়া ফেলেছেন কানজা।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

সিঙ্গাপুরের জাতীয় চিত্রশালা
সিঙ্গাপুরের জাতীয় চিত্রশালা

সিঙ্গাপুরের জাতীয় চিত্রশালা
স্বাধীন দেশ হিসেবে এ বছর ৫০-এ পা রেখেছে সিঙ্গাপুর। বছরজুড়েই চলছে তার নানা উদ্যাপন। এরই অংশ হিসেবে ২৪ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে সিঙ্গাপুরের নতুন জাতীয় চিত্রশালার। এই দ্বীপরাষ্ট্রের ঐতিহাসিক দুটি ভবন—সুপ্রিম কোর্ট ও সিটি হলকে ঢেলে সাজানো হয়েছে আধুনিক স্থাপত্যকলার নকশায়। এটি হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার চিত্রকলার দুনিয়ার সবচেয়ে বড় সংগ্রহ, যেখানে থাকবে ৮০০০ চিত্রকর্ম।
সূত্র: এশিয়াওয়ান ডটকম