অন্য রকম ‘কালোবাজারি’

পাকিস্তান পারমাণবিক বোমা বানিয়ে ফেলার আগেই কাদির খানকে থামাতে পারত আমেরিকা। সব জেনেশুনেও অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় তারা। কেন?

পাকিস্তানের পারমাণবিক বোমার জনক বিজ্ঞানী আবদুল কাদির খান। অমায়িক একজন মানুষ। এই মানুষটিই দুই যুগ ধরে দিব্যি কোনো সন্দেহের উদ্রেক না–করে ইউরোপীয় নিউক্লিয়ার টেকনোলজি চুরি করেন, গড়ে তোলেন এক ব্ল্যাক মার্কেট। ইরান, উত্তর কোরিয়া আর লিবিয়ার কাছে বেচতে শুরু করেন সেই টেকনোলজি। পাকিস্তানকেও নিউক্লিয়ার টেকনোলজি সরবরাহ করেন কাদির। তারা পারমাণবিক বোমা বানিয়ে ফেলার আগেই কাদির খানকে থামাতে পারত আমেরিকা। সব জেনেশুনেও অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় তারা। কেন?

জানতে হলে পড়তে হবে ‘দ্য ম্যান ফ্রম পাকিস্তান: নিউক্লিয়ার স্মাগলার আবদুল কাদির খান’। ডগলাস ফ্রাঞ্জ ও ক্যাথেরিন কলিন্সের বইটি অনুবাদ করেছেন জনপ্রিয় লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম। প্রকাশ করেছে প্রথমা। সম্প্রতি বাজারে এসেছে বইটির ৩য় মুদ্রণ। এ বইয়ে বিপজ্জনক সব রাষ্ট্রকে নিউক্লিয়ার টেকনোলজি দেওয়ার সত্য ঘটনাকে গোয়েন্দাকাহিনির মতো করে তুলে ধরা হয়েছে। পড়তে পড়তে হতবাক হয়ে যাবেন পাঠক।

জনপ্রিয় লেখক শেখ আবদুল হাকিমের জন্ম ১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। চার বছর বয়সে বাংলাদেশে আসেন তিনি। বাংলাদেশে সামান্য যে কজন লেখাকেই পেশা হিসেবে নিয়েছেন, শেখ আবদুল হাকিম তাঁদের একজন। অসংখ্য গোয়েন্দা উপন্যাস লেখার পাশাপাশি অনুবাদ করেছেন প্রচুর। কর্মজীবনের প্রায় পুরোটাই সেবা প্রকাশনীতে ছিলেন। মাসিক ‘রহস্য পত্রিকা’র সহকারী সম্পাদক ছিলেন বহু বছর।

প্রথমা প্রকাশন থেকে এর আগে শেখ আবদুল হাকিমের গোয়েন্দা উপন্যাস ‘সোনালি পোকা’, ‘অধরা কুমারী’, ‘বিষবৃক্ষ’, ‘জিপসি জাদু’; ভৌতিক কাহিনি ‘দেখা হবে কবরে’; অনুবাদগ্রন্থ এরিক মারিয়া রেমার্কের ‘দ্য ব্ল্যাক অবিলিস্ক’, ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, ভিক্টর হুগোর ‘দ্য ম্যান হু লাফস’, জুল ভার্নের ‘আশি দিনে বিশ্বভ্রমণ’, মার্ক টোয়েনের ‘দ্য অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন’, মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’, আলেকজান্ডার দ্যুমার ‘থ্রি মাস্কেটিয়ার্স’ এবং কেন ফলেটের রোমাঞ্চ উপন্যাস ‘দ্য ম্যান ফ্রম সেন্ট পিটার্সবার্গ’-এর বাংলা অনুবাদ ‘আততায়ী’ প্রকাশিত হয়েছে।

দ্য ম্যান ফ্রম পাকিস্তান: নিউক্লিয়ার স্মাগলার আবদুল কাদির খান’–এর প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী। বইটির মূল্য ৪০০ টাকা। পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটসহ উল্লেখযোগ্য সব বইয়ের দোকানে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করুন prothoma.com থেকে। এ ছাড়া সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।