অরূপকথা

.
.

কোন বাহনে চলেন তিনি কেমন মহাজন
এক রাতেই এক শ গান প্রকাশ করে মন
গান দিয়ে কি মনের খবর সব বলেছেন তিনি
তার বাড়ি কি ধাড়াগাঁও অথবা লুম্বিনি
জীবন কি আর কাব্য-টাব্য রংবেরঙের ঘুড়ি
মন তো এখন শুকনো কাঠ মনের ঘরে পুড়ি

লোকে বলে আজব দেশের আজব রকম ঘর
পরের মানুষ আপন এখন আপন মানুষ পর
জমি জেরাত বাড়ি পুকুর ভাঙা মোহন বাঁশি
নিজের বুকে লাঙল চালায় পৌরাণিক এই চাষি

নৌকা রেখে মাঝি ডোবেন হারায় নদীর কূল
আলোর মাজন খরিদ করেন অন্ধকারের ফুল