একজন কমলালেবুর কাহিনি

বাংলা সাহিত্যের প্রহেলিকাময় এক মানুষ জীবনানন্দ দাশের সঙ্গে এক নিবিড় বোঝাপড়ায় লিপ্ত হয়েছেন এ সময়ের শক্তিমান কথাসাহিত্যিক শাহাদুজ্জামান

শাহাদুজ্জামান

বরিশালের নদী, জোনাকি ছেড়ে মানুষটি পা রেখেছিলেন সাপের মতো এলিয়ে থাকা কলকাতার ট্রামলাইনের ওপর। পৃথিবীর দিকে তিনি তাকিয়েছিলেন বিপন্ন বিস্ময়ে। সস্তা বোর্ডিংয়ে উপার্জনহীনভাবে দিনের পর দিন কুঁচো চিংড়ি খেয়ে থেকেছেন। অমন বেদনার জীবন কাটাতে কাটাতেই পিঁপড়ার মতো গুটি গুটি অক্ষরে লিখেছেন হাজার হাজার পৃষ্ঠা। সেগুলোর সামান্যই এনেছিলেন জনসমক্ষে।

বাংলা সাহিত্যের প্রহেলিকাময় এই মানুষটির নাম জীবনানন্দ দাশ। তাঁর সঙ্গে এক নিবিড় বোঝাপড়ায় লিপ্ত হয়েছেন এ সময়ের শক্তিমান কথাসাহিত্যিক শাহাদুজ্জামান ‘একজন কমলালেবু’ উপন্যাসে। প্রথমা প্রকাশিত বইটির ১১তম মুদ্রণ সম্প্রতি বাজারে এসেছে।

শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে ঢাকায়। আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিত্সা নৃবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। বর্তমানে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণ এবং গবেষণার ক্ষেত্রে রয়েছে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স আয়োজিত কথাসাহিত্যের পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে প্রকাশিত হয় শাহাদুজ্জামানের প্রথম গল্পগ্রন্থ ‘কয়েকটি বিহ্বল গল্প’ (১৯৯৬)। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১৬ সালের বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন শাহাদুজ্জামান। এ ছাড়া ‘মামলার সাক্ষী ময়না পাখি’র জন্য পেয়েছেন ‘প্রথম আলো বর্ষসেরা বই–১৪২৫’ সম্মান।

‘একজন কমলালেবু’ বইটির মুদ্রিত মূল্য ৪৫০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটসহ উল্লেখযোগ্য সব বইয়ের দোকানে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে prothoma.com থেকে অর্ডার করতে পারেন। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।