একটা জীবন দুদিক থেকে

দূরত্ব তুই
কাছে টানি কোলবালিশের মতো
ফড়িংও তুই
তোরই পাশে উড়ছি থতমত।
জীবন তুই
তোর কথা তো ভাল্লাগে না আর;
নিঃশব্দে
একটা গাছের পাতারা চুরমার।
তবুও আমি
যা লিখি তা তোরই দিকে যায়;
একটা জীবন
দুদিক থেকে জড়িয়ে ধরে ‘আয়’।