কেমন আছে পশ্চিমবঙ্গের মুসলমান?

দেশভাগ যেমন পশ্চিমবঙ্গের মুসলমানের পরিচিতি বদলে দেয়, ক্ষমতানির্ভরতার কেন্দ্রটিও নড়বড়ে করে দেয়। পেছনে পড়ে থাকা নেতৃত্বহীন পশ্চিমবঙ্গের মুসলমান সেদিন যে বিপন্নতার মধ্যে পড়েছিল, তা বাংলাদেশের মুসলমানের পক্ষে বোঝা সম্ভব নয়

দেশভাগের পর হঠাৎ প্রায় কোনো প্রস্তুতি ছাড়াই সংখ্যালঘু হয়ে পড়ে পশ্চিমবঙ্গের মুসলমান। শিক্ষিত, সম্পন্ন, অভিজাত মুসলমানদের বেশির ভাগই পাকিস্তানে গিয়ে থিতু হয়। ফলে দেশভাগ যেমন তার পরিচিতি বদলে দেয়, ক্ষমতানির্ভরতার কেন্দ্রটিও নড়বড়ে করে দেয়। পেছনে পড়ে থাকা নেতৃত্বহীন পশ্চিমবঙ্গের মুসলমান সেদিন যে বিপন্নতার মধ্যে পড়েছিল, তা বাংলাদেশের মুসলমানের পক্ষে বোঝা সম্ভব নয়। তার আর্থসামাজিক পশ্চাত্পদতার কারণেই হয়তো পশ্চিমবঙ্গের মুসলমানের যৌথ স্মৃতির মধ্যে দেশভাগ ও এর প্রভাবে সংখ্যালঘু হয়ে পড়ার যন্ত্রণা কোথাও থেকে যায়।

এসবের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুসলমানদের সাম্প্রতিক অবস্থা ও অবস্থান নিয়ে সাংবাদিক মিলন দত্তের বই ‘কেমন আছে পশ্চিমবঙ্গের মুসলমান’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্রথমা।

এ বইয়ে খতিয়ে দেখার চেষ্টা করা হয়েছে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের সমাজ-মানসিকতা, রাজনীতি, ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্যসহ যাবতীয় বিষয়।

সর্বশেষ ‘আনন্দবাজার পত্রিকা’ থেকে অবসর নেওয়া সাংবাদিক মিলন দত্তের জন্ম ১৯৫৩ সালে। শৈশব, কৈশোর, গোটা স্কুলজীবন কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়ার হাঁসপুকুরিয়া গ্রামে। সেখানকার মেঠো পথ, জলঙ্গী নদী, ধানখেত আর মানুষ তাঁর মানস গঠনের অন্যতম নিয়ামক। তাঁর বিশেষ অভিনিবেশ ও চর্চার বিষয় বাঙালি মুসলমান ও হিন্দু-মুসলমান সম্পর্ক। পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের নিয়ে নিয়ত চর্চার মধ্যে রয়েছেন প্রায় তিন দশক। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘চলতি ইসলামি শব্দকোষ’, ‘মুসলিম জাহান’, ‘তাহাদের কথা: পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ ও জীবনের গল্প’, ‘হিন্দু মুসলমান সম্পর্ক: ঐক্যের দ্বন্দ্বের, ধন্দের’, ‘দাঙ্গার সময়’ ও ‘বাঙালির খাদ্যকোষ’।

‘কেমন আছে পশ্চিমবঙ্গের মুসলমান’–এর প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। বইটির গায়ের মূল্য ২৫০ টাকা। বইটি পাওয়া যাবে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটসহ উল্লেখযোগ্য সব বইয়ের দোকানে। এ ছাড়া ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন prothoma.com থেকে। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।