চুং চাং চিং
রঘুনাথ সিং
কপালে সে বেঁধে রাখে
মহিষের শিং।
কেউ তাঁর পাশে এলে
কিংবা সে কাছে পেলে
সেই দুটো শিং দিয়ে
মারে ঢিং ঢিং।
রঘুনাথ সিং
উঠোনে সে বানিয়েছে
বড় এক রিং।
সেই বড় রিং-জুড়ে
নেচে নেচে ঘুরে ঘুরে
উল্লাসে শূন্যে সে
মারে বক্সিং।
রঘুনাথ সিং
রোগা টিং টিং
খালি পেটে খায় নাকি
সালসা ও হিং।
সালসা ও হিং খেয়ে
মেতে ওঠে গান গেয়ে
চায়নিজে কথা বলে
চুং চাং চিং।
রঘুনাথ সিং!