জন্মদিন দান করে দিয়েছিলেন রবার্ট লুই স্টিভেনসন

স্কটল্যান্ডে জন্ম নেওয়া রবার্ট লুই স্টিভেনসন ভিক্টোরিয়ান যুগের অন্যতম গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক। তাঁর ট্রেজার আইল্যান্ড পড়েনি বা ড. জেকিল ও মি. হাইড-এর সঙ্গে পরিচয় নেই, সারা বিশ্বে এমন সাহিত্যপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। এই জনপ্রিয় লেখকের মৃত্যু হয় ১৮৯৪ সালে। মৃত্যুর বছর তিনেক আগে হেনরি ক্লে আইড নামের এক ব্যক্তির ১২ বছর বয়সী মেয়ের সঙ্গ তাঁর পরিচয় হয়। মেয়েটা সব সময় মন খারাপ করে থাকত। একপর্যায়ে স্টিভেনসন এই মন খারাপের কারণ জানতে পারলেন। মেয়েটির জন্মদিন ছিল ২৫ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনে। আলাদা করে নিজের জন্মদিন উদ্​যাপনের কোনো সুযোগ তাই সে পেত না। আর এত বড় উৎসবের ডামাডোলে বেশির ভাগ মানুষ তাকে উপহার দিতে বা শুভেচ্ছা জানাতে ভুলে যেত।

শিশু-কিশোরদের মানসিক অবস্থা রবার্ট লুই স্টিভেনসনকে খুব সহজেই আলোড়িত করত। তিনি মেয়েটার কষ্ট দূর করার জন্য একটা অদ্ভুত উপায় বের করলেন। তাঁর নিজের জন্মদিন ছিল ১৩ নভেম্বর। লিখিতভাবে নিজের জন্মদিন উপহার দিলেন মেয়েটিকে। জানালেন, এই দিনের ওপর তাঁর নিজের আর কোনো দাবিদাওয়া থাকবে না। ওই বছর থেকে তাঁর জন্মদিনের আসল মালিক হেনরি ক্লে আইডের কন্যা এ এইচ আইড।

সূত্র: ইন্টারেস্টিং লিটারেচার ডটকম

গ্রন্থনা: আবদুল্লাহ আল মুক্তাদির