জামা

জামা
জামা

আকাশসমান একটি জামা, পকেট বিশাল আকার
এই পকেটে জায়গা অনেক স্বপ্ন ধরে রাখার
আয়রে খোকা আয়রে খুকু, হাত ঢুকিয়ে দে তোর
খুশির খেজুর খুঁজে পাবি এই পকেটের ভেতর
হরেক রকম চুলের ফিতে সবুজ হলুদ জরিন
এই পকেটে তা-তা নাচে আনন্দিত হরিণ!
এই পকেটে বোলতারা নেই, নেই বেদনা হুলের
মুঠোয় পুরে সুবাস নিবি বাগানভরা ফুলের।

বাটুল পাবি, গুলতি পাবি সব খোকারা যা চায়
ইসিপরিংয়ের পাখি পাবি নেচে নেচে নাচায়
আলতাভরা শিশি পাবি, বাক্স পাবি চুড়ির
এই পকেটের মজুদ অসীম স্বপ্ন রঙিন ঘুড়ির।

ঘুঙুর আছে, খেলনা ঢোলের বাজনা টুকুম টাকুম
সোনার বরণ পায়রা সুখে ডাকছে বাকুম বাকুম
এই পকেটে ঢেউয়ের দোলা ইচ্ছামতী নদীর
মিষ্টি ঝালের ছড়াছড়ি পোলাও পায়েস দধির।

খোকা খুকু, লুঠরে মজা হাত ঢুকিয়ে তোদের
এই পকেটে ছন্দ খুঁজে পাবি খোলা রোদের
এই পকেটে যা আছে সব তোদের দিকে তাকায়
হাজার রঙের ঝিলিক আঁকা প্রজাপতির পাখায়।

বাঁকা চাঁদের আমেজ মাখা এই জামাটি ঈদের
শিশু কিশোর বৃদ্ধ যুবা মানুষ সাদাসিধের
একটি কারণ এই জামাটির এত্ত বড় হবার
কালো ধলো, ছোট বড়—এই জামাটি সবার।