দুপুর রাত: রাত-দুপুর
তাহলে সেই পূরবী-কল্যাণ, ঠিক তো? কথা
শেষ হতে-না-দিতেই ডিনি আপা তাঁর বইখানা
হাতে ধরিয়ে দিয়ে গাইলেন: আজি এ আনন্দসন্ধ্যায়...
গাইলেন বটে কিন্তু সন্ধ্যার বিষাদ অবসাদ তাতেও কি একটু
কমে! এই যে ডুব-সাঁতার...এই যে চুপ-সাঁতার...এই যে মূক-সাঁতার তাই
দেখুন: রোদ-ঝলমলে শীতের সকাল, চারদিক এখন বরফে
ক্যামন সাদা; নির্জন সকাল কীভাবে ধীরে-ধীরে-ধীরে নির্জন দুপুরের
অবসাদ সঙ্গে নিয়ে নির্জন সন্ধ্যার কাছে মিনতি চায়; আজি এ আনন্দ
সন্ধ্যায়...কোনো সন্ধ্যা-দুপুর নেই...নেই কোনো সন্ধ্যা-রাত। শুধু খানিকটা
ডুব-সাঁতার...চুপ-সাঁতার...আর এই মূক-সাঁতার...
এই দুপুর-রাতে ডিনি আপা নাইছেন তুলসী-গঙ্গার নরোম স্রোতে