পাহাড়ে ওঠার গল্প

পাহাড়ে ওঠার পথে সাবধান করেছিলে খুব
দেখছ না বৃষ্টি, আর চারদিক কেমন নিশ্চুপ
বাড়িয়ে দু-হাত তুমি বলেছিলে, রাখো হাত হাতে
কেমন ফর্সা ছিল বাহু দুটি সরল প্রভাতে
কী জাদু তাহার হাতে! উঠে আসে ভেজা বাল্যকাল
যেন সবে ভোর হলো, তুমি এসে দাঁড়ালে দুয়ারে
এদিকে আমার মতো গাছগুলো ভিজে একাকার
সহসা অচেনা শব্দ যেন কোনো বিপন্ন বিস্ময়

শ্রুতিকে বধির করে ডানা মেলে উড়ে যায় চিল
আমাদের স্বপ্নগুলো রংধনু, আকাশের নীল
আজও আমি ডাক শুনি স্তব্ধ কোনো রাতের গভীরে
অথচ জানি না আজও সে ডাকের উৎস কোথায়
পাহাড়ে ওঠার পথে আজও দেখি, আশ্চর্য অবাক
দূরের অরণ্য থেকে ঘোরলাগা বিপন্ন বিস্ময়!