প্রকাশিত হয়েছে আসিফ নজরুলের প্রথম গল্পগ্রন্থ

আসিফ নজরুল

সন্দেহপ্রবণ ঝুমুর চায় তার স্বামী স্বপ্নটা দেখুক যে সে চলে যাচ্ছে অন্য একজনের সঙ্গে।...আরাশ ফিরে আসে ২৮ বছর আগের পৃথিবীতে।...আমাদু গভীর চুমু দেয় তার পিতার হত্যাকারীর কপালে।

বিচিত্র মানুষদের এমন বিচিত্র সব গল্প নিয়ে প্রকাশিত হয়েছে আসিফ নজরুলের নতুন গল্পগ্রন্থ ‘সংসার’। এটি তাঁর প্রথম গল্পের বই। প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

আসিফ নজরুলের গল্প বিষয়-বৈচিত্র্যে অনন্য। তবে তাঁর মূল সুর চিরন্তন মানবসত্তার। কখনো মার খাওয়া মানুষের ঘুরে দাঁড়ানোর, জয়ী হওয়ার। তাঁর গল্পে ‘ভয়’ও আসলে শেষ পর্যন্ত তুমুল সাহসের কাহিনি। ‘সংসার’ গল্পগ্রন্থে আমাদের চিরচেনা জগতের গল্প তিনি বলেছেন একদম নিজস্ব মেজাজে।

আসিফ নজরুলের জন্ম ১৯৬৬ সালে পুরান ঢাকায়। সাংবাদিক হিসেবে একসময় তাঁর বহুল পরিচিতি ছিল। তাঁর প্রথম গল্প ছাপা হয়েছিল প্রায় ৩০ বছর আগে। দীর্ঘ বিরতির পর কয়েক বছর ধরে আবার সৃজনশীল লেখালেখি করছেন। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত তাঁর উপন্যাস ‘অসমাপ্তির গল্প’, ‘বেকার দিনের প্রেম’, ‘উধাও’ ও ‘ঘোর’ পাঠকনন্দিত হয়েছে। ২০২০ সালে প্রকাশিত তাঁর ‘মানবাধিকার’ গ্রন্থটিরও হয়েছে একাধিক মুদ্রণ।

‘সংসার’ বইটির মূল্য ২৭০ টাকা। পাওয়া যাবে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটসহ বাংলাদেশের সব সৃজনশীল বইয়ের দোকানে। এ ছাড়া ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন prothoma.com থেকে। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।