প্রকাশিত হয়েছে ‘প্রতিনায়ক: সিরাজুল আলম খান’

বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক মহাকাব্যিক চরিত্র সিরাজুল আলম খান। তাঁকে নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক, কৌতূহল ও বিভ্রান্তির শেষ নেই। অনেকের কাছে তিনি রাজনীতির রহস্যমানব। একঝাঁক তরুণের স্বপ্নের সওদাগরের নাটকীয় উত্থান ও বিয়োগান্ত পরিণতির অন্তরঙ্গ বিবরণ নিয়ে অনুসন্ধানী গবেষক মহিউদ্দিন আহমদ লিখেছেন ‘প্রতিনায়ক: সিরাজুল আলম খান: নিউক্লিয়াস, মুজিব বাহিনী, জাসদ’।

বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ-পরবর্তী পর্বটি জটিল ও স্পর্শকাতর। সিরাজুল আলম খান এ সময় হাজির করলেন নতুন ডিসকোর্স—জাসদ। দলটি তরুণদের একটা বড় অংশকে ভাসিয়ে নিয়ে গেল রাজনীতির উথালপাতাল স্রোতে। বিপ্লব তখন একটি স্বপ্ন, রোমাঞ্চ, ক্রেজ। একসময় সে আগুনও গেল নিভে। ইতিহাসের এই টালমাটাল পর্বের অন্তরঙ্গ বিবরণ লেখক তুলে ধরেছেন বইয়ে।

মহিউদ্দিন আহমদের জন্ম ১৯৫২ সালে, ঢাকায়। বিএলএফের সদস্য হিসেবে সশস্ত্র প্রতিরোধযুদ্ধে অংশ নেন তিনি। সাংবাদিকতা করেছেন কিছুদিন। নাগরিক আন্দোলনের সংগঠক হিসেবে গেছেন পৃথিবীর নানা প্রান্তে। পরামর্শক হিসেবে কাজ করেছেন অনেক উন্নয়ন প্রকল্প ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। দক্ষিণ কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টার্স ইন এনজিও স্টাডি’ কোর্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে তাঁর একাধিক বই পাঠকপ্রিয় হয়েছে। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ‘জাসদের উত্থান–পতন: অস্থির সময়ের রাজনীতি’, ‘বিএনপি: সময়-অসময়’, ‘আওয়ামী লীগ: উত্থানপর্ব ১৯৪৮-১৯৭০’, ‘আওয়ামী লীগ: যুদ্ধদিনের কথা ১৯৭১’, ‘এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল’, ‘এক-এগারো: বাংলাদেশ ২০০৭-২০০৮’ ও ‘বাঙালির জাপান আবিষ্কার’।

‘প্রতিনায়ক: সিরাজুল আলম খান’ বইটির মূল্য ৮০০ টাকা। পাওয়া যাবে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটসহ বাংলাদেশের সব সৃজনশীল বইয়ের দোকানে। এ ছাড়া ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন prothoma.com থেকে। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।