প্রথমা প্রকাশনে সৈয়দ ওয়ালীউল্লাহর বই

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাফর আহমদ রাশেদ, ৈসয়দ ইরাজ ওয়ালীউল্লাহ ও ৈসয়দা সিমিন ওয়ালীউল্লাহ। ছবি: সাবিনা ইয়াসমিন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাফর আহমদ রাশেদ, ৈসয়দ ইরাজ ওয়ালীউল্লাহ ও ৈসয়দা সিমিন ওয়ালীউল্লাহ। ছবি: সাবিনা ইয়াসমিন

বাংলা ভাষার কালজয়ী কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর সব বই প্রকাশ করার অনুমতি পেল প্রথমা প্রকাশন। সৈয়দ ওয়ালীউল্লাহ্​র মেয়ে সৈয়দা সিমিন ওয়ালীউল্লাহ ও ছেলে সৈয়দ ইরাজ ওয়ালীউল্লাহ ২১ জানুয়ারি দুপুরে প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাফর আহমদ রাশেদের সঙ্গে এ–সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। প্রথম আলো কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ওয়ালীউল্লাহ্​র সব রচনা—ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও অন্যান্য—এগুলোর প্রতিটি স্বতন্ত্র বই হিসেবে এবং রচনাবলি হিসেবেও প্রকাশের অনুমতি পেয়েছে প্রথমা প্রকাশন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। চুক্তি স্বাক্ষরের পর ওয়ালীউল্লাহর ছেলে–মেয়ে ইরাজ ও সিমিন বলেন, ‘আমরা দেখেছি যে প্রথমা প্রকাশন দারুণ সব বই বের করে। তাদের প্রকাশনার মানও ভালো। এবং তাদের পেশাদারত্বও মুগ্ধ হওয়ার মতো। এ কারণেই সৈয়দ ওয়ালীউল্লাহর বইগুলো নিয়ে তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পেরে আমরা নিশ্চিন্ত বোধ করছি।’