বইয়ের দুনিয়া

সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে
সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে

সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে

লেখক: সন্জীদা খাতুন

প্রকাশক: নবযুগ প্রকাশনী

দাম: ৬২৫ টাকা

বাঙালি সংস্কৃতির বিকাশে সন্জীদা খাতুন আত্মনিবেদিত এক অনন্য মানুষ। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, শত বাধার মুখে রবীন্দ্র-শতবর্ষ উদ্যাপন, রমনার বটমূলে বর্ষবরণ ইত্যাদির মধ্য দিয়ে বাঙালি জীবনকে ঋদ্ধ করেছেন অবিস্মরণীয়ভাবে। মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশ গঠনেও মানুষ তাঁকে পেয়েছে অগ্রণী সাংস্কৃতিক নেত্রীর ভূমিকায়। তাঁর ঐকান্তিক সহযোগিতায় গড়ে উঠেছে ‘ছায়ানট’ ও জাতীয় ‘রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’-এর মতো সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সন্জীদা খাতুন নিয়মানুবর্তিতায় শৃঙ্খলাবদ্ধ, সৃজনী ও সাংগঠনিক ক্ষমতার বিরল কুশলতায় সমুজ্জ্বল ৮০ বছর পার করেছেন। সেই তিনি, এক মলাটের ভেতর জমা করেছেন তাঁর সমস্ত জীবনের কথা—বেড়ে ওঠা, বিবাহ, ছায়ানট, চাকরি, বিদেশভ্রমণ, সাংগঠনিক দায়বদ্ধতাসহ নানা কিছু। সংস্কৃতিপ্রেমী ও অন্যান্য পাঠকের জন্য বইটি সংগ্রহযোগ্য।

শৈশবকালের ঢাকা ও অন্যান্য
শৈশবকালের ঢাকা ও অন্যান্য

শৈশবকালের ঢাকা ও অন্যান্য

লেখক: সৈয়দ নাজমুদ্দীন হাশেম

প্রকাশক: শুদ্ধস্বর

দাম: ১৮০ টাকা

মানুষের ভাবনাজগতে কত বিচিত্র বিষয়ে সততা ক্রিয়া করে চলে, তার সন্ধান মেনে যখন তিনি স্বীয় সৃজনমানুষের উন্মোচন করেন। ত্রিকালদর্শী, প্রয়াত সৈয়দ নাজমুদ্দীন হাশেমের সৃজনমুখর সত্তার প্রকাশ দেখে আমাদের তেমনই মনে হয়। আত্মস্মৃতি খুঁড়ে বের করে তিনি তুলে এনেছেন অন্য এক ঢাকাকে। তাঁর স্মৃতির শহর ঢাকা, বেড়ে ওঠার তো বটেই। একই সঙ্গে ঢাকার খ্যাতিমান—শওকত ওসমান, শামসুর রাহমান প্রমুখ কীর্তিমানের মুখচ্ছবিও নানান আলোয় ধরা দিয়েছে তাঁর মানসপটে। লেখকের নিজস্ব অভিজ্ঞানে তারই উপস্থাপন ঘটেছে এই গ্রন্থে। এতে ঢাকার স্মৃতি এবং ব্যক্তির পাশাপাশি বিখ্যাত গ্রন্থালোচনাও বিধৃত হয়েছে। আছে চলচ্চিত্র, ধর্ম এবং সাধারণ মানুষের জীবনের অভিঘাত নিয়ে নিবন্ধ, যাতে তার শিল্পমানস, সময় ও ব্যক্তিমানের অনুরণন টের পাওয়া যায় অবলীলায়।

মনমেজাজ
মনমেজাজ

মনমেজাজ

লেখক: কবীর সুমন

প্রকাশক: দে’জ পাবলিশিং

দাম: ৫০০ টাকা

তিনি আপাদমস্তক শিল্পী—গানের মানুষ। কখনো কোনো খবরের কাগজ বা পত্রিকায় সাংবাদিকতা করেননি। কিন্তু কিছু লেখা লিখেছেন, এখনো লেখেন। গানের মতো বিচিত্র দিকে তাঁর লেখার গতায়াত। তিনি কবীর সুমন। জীবনমুখী কলকাতার আধুনিক গানের ইতিহাসে যে কজন অনন্যসাধারণ শিল্পীর কথা প্রথমেই উল্লেখ করতে হয়, তিনি তাঁদের অন্যতম। কলমের ঢঙে টুকরা টুকরা লেখায় নানা বিষয়ের ওপর তিনি আলো ফেলেছেন—জীবন ও বাস্তবতার, কিংবা বাঁধ না-মানা বিষয়েও। তাঁর এই গ্রন্থে আছে সাহিত্য, সংগীত, রাজনীতি, অর্থনীতি, সমাজ—সব বিষয়েই অনুপম নিবন্ধ। তাঁর লেখার ভঙ্গি ও রচনাগুণ চমৎকার। কবীর সুমন নিজে মনে করেন, স্বল্প পরিসরে কোনো কিছু নিয়ে লেখা বড় পরিসরে লেখার চেয়ে ঢের বেশি মুনশিয়ানা দাবি করে। তাঁর লেখায় সেই মেহনতের ছাপ পাওয়া যায় অবলীলায়। বইটির লেখাগুলো সহজ ও সুপাঠ্য।

অ্যা কানসিস কম্প্যানিয়ন টু হিস্টোরি
অ্যা কানসিস কম্প্যানিয়ন টু হিস্টোরি

অ্যা কানসিস কম্প্যানিয়ন টু হিস্টোরি

লেখক: উলিন্কা রুবলাক

প্রকাশক: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

দাম: ১৯৯০ টাকা

বিশ শতকের বদলে যাওয়া ইতিহাস কীভাবে লেখা হয়েছে এবং আজকের যাঁরা ইতিহাসরচয়িতা, তাঁরা ইতিহাসের কোন বিষয় এবং উপলক্ষকে গুরুত্ব দিচ্ছেন; এমনই সূক্ষ্ম ট্র্যাডিশনাল বিষয় ধরেই এই গ্রন্থ হাজির করেছেন উলিঙ্কা রাবলাক। এই গ্রন্থে একই সঙ্গে কিছু প্রশ্নেরও অবতারণা করা হয়েছে এবং আছে আরও অনেক বিষয়ের ইঙ্গিতও, যেসব নিবন্ধ আধুনিক ইতিহাসবিদদের পুরোনো ইতিহাসকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বসভ্যতায়। দুটি ভাগে গ্রন্থটিকে বিন্যস্ত করা হয়েছে। প্রথম ভাগে আছে ‘লেখার ইতিহাস’, এতে সন্নিবেশিত হয়েছে ইতিহাস এবং বিশ্ব ইতিহাস, প্রেক্ষাপট, ঐতিহাসিক জ্ঞানের মর্যাদা এবং ঐতিহাসিক বিষয়ে। দ্বিতীয় অধ্যায়ে পাবেন জনসংখ্যা, লিঙ্গ, সংস্কৃতি, বিজ্ঞান, পরিবেশগত ইতিহাস, ধর্ম, আবেগ, বিবেচনার শক্তি ইত্যাদি বিষয়ে। এটি একটি সংকলন গ্রন্থ, ছোট ছোট বিষয়কে বিভাজন করে সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞজন ও ইতিহাসবিদ গ্রন্থটি তৈরি করেছেন। ইতিহাসের পূর্বাপর বিষয়ে এটি সুলিখিত আন্তর্জাতিক গ্রন্থ।

সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।